বিনোদন
১৯ বছরে বাংলাভিশন
স্টাফ রিপোর্টার
৩১ মার্চ ২০২৪, রবিবার‘দৃষ্টি জুড়ে দেশ’- এই স্লোগান নিয়ে ২০০৬ সালের ৩১শে মার্চ আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয় বাংলাভিশনের। শুরু থেকেই বাংলাভিশনের উদ্দেশ্য ছিল বাংলা সংস্কৃতি এবং বাংলাদেশি সংস্কৃতি সঠিকভাবে দর্শকের সামনে তুলে ধরা। আজ ১৯ বছরে পদার্পণ করছে জনপ্রিয় এই স্যাটেলাইট টেলিভিশন। এ সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৮ বছরের যাত্রাকে আমরা উদ্যাপন করবো বিশেষ অনুষ্ঠানমালার মধ্যদিয়ে। টেলিভিশনের পর্দায় থাকছে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আয়োজন। আশা করি, দর্শকরা বাসায় বসে আমাদের আয়োজন উপভোগ করবেন। ৩০শে মার্চ রাত ১১টা ৫৯ মিনিটে প্রচার হবে শুভেচ্ছা কার্ড ও বাংলাভিশনের থিম সং। ৩১শে মার্চ সকাল ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ‘দিন প্রতিদিন’ এর বিশেষ পর্ব। এতে অতিথি হিসেবে থাকছেন শিক্ষাবিদ ও গণমাধ্যম গবেষক ড. গোলাম রহমান। রাত ৮টা ৩৫ মিনিটে প্রচার হবে মেগা ধারাবাহিক নাটক- ‘কুইন প্যালেস’। রাত ১২টা ০৫ মিনিটে প্রচার হবে বিশেষ টক শো ‘নিউজ এন্ড ভিউজ’ (সরাসরি)।