ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

ফেনীতে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

ফেনী প্রতিনিধি
২৯ মার্চ ২০২৪, শুক্রবার
mzamin

ফেনীতে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা আত্মসাৎ করেছে একটি হ্যাকার চক্র। থানায় মামলা দায়েরের পর অভিযানে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা। 
গ্রেপ্তারকৃতরা হলো- চট্টগ্রাম জেলার চাঁন্দগাঁও থানার পাঠানিয়াগুদা এলাকার ইলিয়াস মেম্বারবাড়ীর মো. ইসমাইলের ছেলে মোহাম্মদ ইকবাল (৩৩), কক্সবাজার জেলার মহেষখালী থানার মাতারবাড়ী ইউনিয়নের উত্তর সিকদারপাড়া এলাকার কুড়া মিয়ারবাড়ীর মো. জাকারিয়ার ছেলে আরিফ উল্লাহ (৪০) ও কক্সবাজার জেলার মহেষখালী থানার কালারমার ছড়া ইউনিয়নের ইউনুছখালী মাইজপাড়া এলাকার নূর আহাম্মদের বাপেরবাড়ীর মোজাম্মেল হকের ছেলে রকিবুল হাসান ওরফে রাকিব (৩৪)। 
গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে মোহাম্মদ ইকবাল কৌশলে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা আত্মসাৎ করেছে মর্মে দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। 
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা জানান, শহরের স্টেশন রোডের করিম স্পোর্টসের মালিক করিমুল হক ব্যবসায়িক লেনদেনের জন্য ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট খুলে লেনদেন করতেন। শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ব্র্যাক ব্যাংক শাখার ওই অ্যাকাউন্ট থেকে গত ১৬ই জানুয়ারি রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে একে একে চার ধাপে ৭ লাখ টাকা উধাও হয়ে যায়। কে বা কারা টাকা হাতিয়ে নেয় জানতে না পেরে পরদিন ব্যাংকে গিয়ে কর্তৃপক্ষকে জানালে ঘটনা শুনে তারা বিস্মিত হয়। এ ঘটনায় অ্যাকাউন্ট হোল্ডার ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। কিছুদিনের মধ্যেই অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেয়া চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ধাপে ধাপে অপর সদস্যদেরও শনাক্ত করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, যারা দীর্ঘদিন ধরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকের মাধ্যমে প্রতারণা করে আসছেন তদন্তে এ চক্রের চারজনের নাম পেয়েছে পুলিশ। এদের মধ্যে গত ৩রা ফেব্রুয়ারি হ্যাকার চক্রের সদস্য ইকবালকে গ্রেপ্তর করে পুলিশ। গ্রেপ্তারের পর থেকে একাধিকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও মুখ খোলেনি ইকবাল।

বিজ্ঞাপন
পরে বুধবার তিনি ফেনীর সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের আদালতে হাজির করা হলে ঘটনায় জড়িত থাকার কথা জনিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে চাঞ্চল্যকর নানা তথ্যও প্রদান করেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে রকিবুল হাসান রাকিব ও আরিফ উল্লাহকে গ্রেপ্তর করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেছে পুলিশ। 
পুলিশ জানায়, ওই চক্রের সদস্যদের হোয়াটসঅ্যাপে ‘বেস্ট বয়’ নামে একটি গ্রুপ রয়েছে। ইসলামী ব্যাংক, সিটি ব্যাংকসহ অনেক ব্যাংকের শত শত ই-মেইল রয়েছে আসামি ইকবালের কাছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন সিআইডি ফরেনসিকে পাঠানো হয়েছে। ইকবালের তথ্য অনুযায়ী ওমর ফারুক নামে আরও একজনকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জানান, ব্র্যাক ব্যাংকের ‘আস্থা অ্যাপ’র মাধ্যমে অ্যাকাউন্ট হ্যাক করা সহজ ছিল। এ চক্রটি বিভিন্ন জায়গায় বেশকিছু অ্যাকাউন্ট হ্যাক করার তথ্য দিয়েছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি আরও বলেন, গ্রাহকরা নামের সঙ্গে জন্ম তারিখ মিলিয়ে অ্যাকাউন্ট করা ঠিক নয়। এতে হ্যাকাররা সুযোগ নেয়। এসব বিষয়ে গ্রাহকদের আরও সতর্ক হতে হবে।  

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status