ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

বিরল রোগে আক্রান্ত শিশু সুইটি চায় সহায়তা

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
২৯ মার্চ ২০২৪, শুক্রবার

‘ছোট্ট মানুষ। হাতের ব্যথা শুরু হলেই অঝোরে কাঁদতে থাকে। কারও কাছে কিছু কইতেও পারে না, সইতেও পারে না।’ এমনটি বলেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর গ্রামের বিরল রোগে আক্রান্ত দুই বছর বয়সী শিশু সুইটি’র দাদী নূরজাহান বেগম। সুইটি হামিদপুর গ্রামের হতদরিদ্র জুয়েল-সাজমা দম্পতির ৩য় সন্তান। জানা যায়, জুয়েল-সাজমা দম্পতির ঘরে যমজ কন্যাসন্তান এলে একটি শিশু স্বাভাবিক থাকলেও অপর শিশুটি জন্মের সময় বুকের ডান পাশে ও ডান হাত লালচে বর্ণ ধারণ করে  ফোলা ফোলা ভাব দেখা যায়। প্রথমে এগুলো আমলে না নিলেও সময় গড়াতেই চিন্তার ভাঁজ পড়ে শিশুটির মা-বাবার কপালে। তারা প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা করাতে চাইলে, স্থানীয় চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য বিভাগীয় পর্যায়ে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে শিশুটির মা-বাবাকে পরামর্শ প্রদান করেন। সেই থেকেই শুরু চিকিৎসা সংগ্রামের। প্রথম দিকে টাকা ধার-দেনা করে সুইটিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ  মেডিকেল কলেজ হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলেও দীর্ঘ ১২দিন চিকিৎসা শেষে কোনো উন্নতি না  দেখে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু শিশুটির পরিবার ঢাকায় চিকিৎসার ব্যয়ভার চালানোর মতো সামর্থ্য না থাকায় অসহ্য যন্ত্রণা ও অস্বস্তি নিয়েই দিন কাটাতে হচ্ছে শিশু সুইটির।

বিজ্ঞাপন
 এ বিষয়ে শিশুটির বাবা জুয়েল মিয়া বলেন, আমি একজন হতদরিদ্র ট্রলিচালক। ট্রলি চালিয়ে কোনোরকম দু’বেলা দু’মুঠো ভাত খাই। আমি সরকারের কাছে আমার মেয়ের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রার্থনা করছি। ইউপি সদস্য কামাল মিয়া বলেন, শিশুটির পিতা একজন হতদরিদ্র ট্রলিচালক। শিশুটির উন্নত চিকিৎসার জন্য আমি উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করেছি। তারা শিশুটিকে দেখেছে এবং আর্থিক অনুদান বিষয়ক একটি আবেদন ফরম পূরণ করে জমা দেয়ার কথা জানিয়েছে। ইউনিয়ন সমাজকর্মী সুয়েল আহমদ মানবজমিনকে জানান, সুইটিকে আমরা সুবর্ণ নাগরিকের কার্ড করে দিয়েছি। অচিরেই সে সমাজসেবা কার্যালয় থেকে সুবিধা পাবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status