বিনোদন
ঢাকায় আবার গডজিলা-কংয়ের দ্বৈরথ
স্টাফ রিপোর্টার
২৯ মার্চ ২০২৪, শুক্রবার
গডজিলা ও কংয়ের রসায়ন সিনেমাপ্রেমী দর্শকদের কাছে অনেক আগে থেকেই জনপ্রিয়। এবার পর্দায় আসছে ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’। আজ আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে এ ছবিটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন অ্যাডাম উইনগার্ড। এবারের ছবিতেও দেখা যাবে রেবেকা হল, ব্রিয়ান টাইরি ও কেলি হটলকে। এ ছাড়া নতুন যোগ হয়েছেন ড্যান স্টিভেনস এবং ফালা চেন হপ।