ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

মিলানো কর্টিনা শীতকালীন অলিম্পিক-২০২৬ এর সঙ্গে অংশীদারিত্ব গ্রহণ করলেন প্রফেসর ইউনূস

স্টাফ রিপোর্টার
২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার
mzamin

নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস মিলানো কর্টিনা শীতকালীন অলিম্পিক এবং ইউনূস স্পোর্টস হাবের মধ্যে অংশীদারিত্ব চূড়ান্ত করতে ভেনিস এবং মিলান সফর করেছেন। গত ১৮ই মার্চ ভেনিস সফরকালে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইমপ্যাক্ট-২০২৬ এর লঞ্চ ইভেন্টের সম্মানসূচক হোস্ট ছিলেন, সামাজিক ক্রয় কর্মসূচি যা ঋড়হফধুরড়হব গরষধহড় ঈড়ৎঃরহধ-২০২৬ শীতকালীন অলিম্পিক এবং প্যারা লিম্পিক গেমসের সংগঠক, ইউনূস স্পোর্টসের মধ্যে একটি অংশীদারিত্বের অংশ হিসেবে চুক্তিবদ্ধ করা হয়েছে। ২০২৬ গেমসের অর্থনৈতিক সুযোগগুলি থেকে সামাজিক ব্যবসাগুলি যাতে উপকৃত হয় তা নিশ্চিত করাই এই প্রোগ্রামের লক্ষ্য। তিনি সামাজিক ব্যবসার ধারণা এবং খেলাধুলায় তিন শূন্যের বিশ্বকে প্রচার করে তার মূল বার্তার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।  অনুষ্ঠানটি ভেনিস  বিশ্ববিদ্যালয়, ভেনেটো অঞ্চল কর্তৃপক্ষ এবং ভেনিস শহর কর্তৃপক্ষ দ্বারা আয়োজন করা হয়।

পাঁচ বছর আগে প্রফেসর ইউনূস ভেনিস বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ে আসা  উপলক্ষ্যে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠা করেন, যা একাডেমিক পাঠ্যক্রমে সামাজিক ব্যবসা বাস্তবায়নের জন্য   নিয়োজিত হয়।
ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারের ফ্যাকাল্টি সদস্যরাও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে এবং অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করতে ভেনিসের এই অনুষ্ঠানে যোগদান করেন।
পরে ১৯শে মার্চ মিলানে অধ্যাপক ইউনূস বোকোনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এটি ইতালির শীর্ষ ম্যানেজমেন্ট স্কুল। অধ্যাপক ইউনূস তিন শূন্যের বিশ্ব, সামাজিক ব্যবসা এবং খেলাধুলার সঙ্গে এর যোগসূত্র সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন।

মিলানে অবস্থানকালে অ্যাটিলিও ফন্টানা, লোম্বার্ডিয়া আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ১৯ই মার্চ তার অফিসে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানান।
বৈঠকে প্রেসিডেন্ট ফন্টানা মিলানো কর্টিনা অলিম্পিক-২০২৬ এর সঙ্গে নিজেকে যুক্ত করার জন্য এবং একটি উন্নত বিশ্ব তৈরির জন্য আজীবন কাজ করার জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান। তিনি অধ্যাপক ইউনূসের মতো একই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার প্রতি একাত্মতা প্রকাশ করেন।

মিলান সফরের সময় প্রফেসর ইউনূস ইতালীয় র‌্যাপার, গায়ক, গীতিকার, সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী, সুপারস্টার ফেদেজ (৩৪)কে তার হোটেলে স্বাগত জানান। ফেদেজ নিজেকে ইউনূসের দীর্ঘদিনের ভক্ত হিসেবে পরিচয় দেন। তার  সঙ্গে দেখা করার সুযোগের অপেক্ষায় ছিলেন।

বিজ্ঞাপন
ফেডেজ প্রফেসর ইউনূসের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তিন শূন্যের বিশ্ব গড়ার আন্দোলনে তার সঙ্গে অংশীদারিত্বের আগ্রহ প্রকাশ করেন। তিনি একজন সমাজ সচেতন ব্যবসায়ী হিসেবে অধ্যাপক ইউনূসের সঙ্গে যৌথভাবে ইউরোপে একটি সামাজিক ব্যবসা গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন। অধ্যাপক ইউনূস প্রস্তাবটি গ্রহণ করেন এবং অংশীদারিত্ব চূড়ান্ত করতে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি আমন্ত্রণ গ্রহণ করেন। তনি অধ্যাপক ইউনূসের সঙ্গে তার বৈঠকের সংবাদটি সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামে প্রকাশ করেন, যা ভাইরাল হয়। ফেডেজের ইন্সটাগ্রামে পনেরো মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status