ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

চৌগাছায় প্রতিহিংসার আগুনে পুড়লো কৃষকের ৬ গাভী

স্টাফ রিপোর্টার, যশোর থেকে
২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

যশোরের চৌগাছায় অজ্ঞাত দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে এক কৃষকের ৬টি গরু। যার মধ্যে মারা গেছে দুটি গাভী ও ১ টি বাছুর। দু’টি গাভী ও ১টি বাছুর অগ্নিদগ্ধ হয়ে মরণাপন্ন অবস্থায় রয়েছে। মৃত গাভীর মধ্যে একটি গাভী গর্ভবতী ছিলো। গুরুতর অগ্নিদগ্ধ গাভী দুটিও গর্ভবতী। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের স্বরূপদা পশ্চিম পাড়ার কৃষক তাহাজ্জেল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, কৃষক তাহাজ্জেলের গোয়ালে আগুনের ঘটনা স্বাভাবিক ছিলো না। তার গোয়াল ঘরের পাশে আগুনের কোনো উৎস নেই। কেউ হিংসাত্মকভাবে এই ক্ষতি করেছে। কৃষক তাহাজ্জেল হোসেন জানান, তারাবি নামাজ পড়ে গরুগুলোকে খাবার দিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাত ১১টার দিকে গরুর ডাক চিৎকার ও পাটকাঠি পোড়ার চটপট শব্দে তার স্ত্রী ও তার ঘুম ভাঙে।

বিজ্ঞাপন
ঘুম থেকে উঠে দেখেন গোয়ালঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন দেখে চিৎকার করলে প্রতিবেশিরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুন নেভার পর দেখা যায়, গোয়াল ঘরে থাকা তিনটি গাভি, তিনটি বাছুর ও দুইটি খাশি ছাগলের মধ্যে একটি বকনা বাছুর ও একটি গর্ভবতী গাভি পুড়ে অঙ্গার হয়ে মারা যায়। অগ্নিদগ্ধ হয় দুইটি গর্ভবতী গাভি ও বাছুরগুলো। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে কৃষক তাহাজ্জেল নিজেও আহত হয়েছেন। তিনি জানান, তার তিনটি গাভি গর্ভবতী হলেও প্রতিদিন ৪/৫ কেজি করে দুধ দিচ্ছিলো। দুধ বিক্রির টাকায় সংসার ভালোই চলছিলো। মারা যাওয়া দুইটি গাভির মূল্য আনুমানিক দুই লাখ টাকা এবং আহত দুইটি গাভি ও একটি বাছুরের অবস্থা আশঙ্কাজনক। গাভি দুটির শরীরের ৮০ ভাগই ঝলসে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে কৃষক তাহাজ্জেল হোসেন জানান। ইউপি চেয়ারম্যান নুরুল কদর বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক। মানুষের সাথে শত্রুতা থাকতে পারে, তাই বলে অবলা নিরীহ প্রাণীকে হত্যা করে এ কেমন শত্রুতা। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status