ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

কুকুর আতঙ্কে নাজিরপুর

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

পিরোজপুরের নাজিরপুরে কুকুরের উপদ্রব বেড়ে গেছে। কুকুরের কামড়ে অহরহ আক্রান্ত হচ্ছে মানুষের পাশাপাশি গবাদিপশু। খেয়ে ফেলছে হাঁস-মুরগি। 
জানা যায়, কুকুরের কামড়ে আক্রান্ত হলে ভ্যাকসিনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আক্রান্তদের ভ্যাকসিন নিতে যেতে হচ্ছে জেলা সদর হাসপাতালে। বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে কুকুরগুলো। দল বেঁধে রাস্তায় ও বাড়িঘরের আঙ্গিনায় চলাচল করছে এসব কুকুর। এদের আক্রমণে মানুষসহ বিভিন্ন পশু ও প্রাণী আক্রান্ত হচ্ছে। এ ছাড়াও কিছু কুকুর শরীরে ক্ষত ও পচনসহ বিভিন্ন রোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পথ চলতে জনমনে সব সময় বিরাজ করছে কুকুরের আতঙ্ক। অসুস্থ এসব কুকুরের বিচরণে এলাকায় মানুষের চলাফেরা কঠিন হয়ে পড়েছে। এসব কুকুর নিয়ন্ত্রণে সরকারি বা এলাকাভিত্তিক কোনো উদ্যোগ নেই।
সরজমিন দেখা যায়, কালীবাড়ী বাজার, শ্রীরামকাঠী বাজার, চৌঠইমহল বাসস্ট্যান্ড,  বুইচাকাঠী অটোস্ট্যান্ড, নাজিরপুর সদর বাজার, হাসপাতাল মোড়, উপজেলা মোড়, বাবুরহাট, মাটিভাঙ্গা বাজার, সাতকাছেমিয়া, চাঁদকাঠী, গাওখালী, দীঘিরজানসহ উপজেলার বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দিনে-রাতে ডজন ডজন কুকুরের দল সঙ্গবদ্ধ ভাবে ঘুরে বেড়ায়।

বিজ্ঞাপন
স্কুলছাত্রী সুমাইয়া আক্তার জানায়, সকাল বেলা একাই স্কুল ও প্রাইভেটে যেতে খুব ভয় লাগে। মাঝে-মধ্যে কুকুরের দল একা পেলে তেড়ে আসে।  ভুক্তভোগী প্রশান্ত জানান, আমি ধর্মীয় গান শুনে বাড়ি যাচ্ছিলাম। তখন কালীবাড়ী নামক স্থান থেকে আমাকে কুকুরে কামড় দেয়। একই কুকুরে আরও ৩ জনকে কামড় দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী বলেন, আন্তর্জাতিক আইনে নিরীহ প্রাণীকে হত্যার বিষয়টি মানবতা পরিপন্থি হওয়ার কারণে বর্তমানে কুকুর নিধন বন্ধ রয়েছে। প্রাণিসম্পদের কথা বলে দেখতে হবে। যদি কুকুরের ভ্যাকসিন থাকে, তাহলে ব্যবস্থা নেয়া হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে তাদের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status