ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের দোয়া ও ইফতার

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার
mzamin

সিলেট মহানগরীতে বসবাসরত নবীগঞ্জ উপজেলাবাসীর প্রাণের সংগঠন নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের উপস্থিতিতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার  নগরীর জেলরোডস্থ একটি অভিজাত হোটেলের সেমিনার হলে অনুষ্ঠিত মাহফিলে শুরুতে হাফিজ মৌলানা শফিউল আলম চৌধুরীর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যদিয়ে দেশ ও জাতির জন্য মোনাজাত পরিচালনা করেন মুফতি ফয়জুল হক। নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি আলহাজ মনসুর আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল ফজলের উপস্থাপনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলটি নবীগঞ্জ কলাণ সমিতির সকল সদস্যদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়। ইফতার মাহফিলের পৃর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু। প্রধান বক্তার বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব এনামুল হাবীব। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দেশের বিশিষ্ট কার্ডিওলজিষ্ট প্রফেসর ডা. খালেদ মোহসিন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাাবির আহমদ চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েট প্রফেসর হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এসএম হাবিবউল্লাহ সেলিম, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি এমদাদ হোসেন চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন, ব্র্যাক ব্যাংক কমকর্তা আব্দুল আজিজ, হবিগঞ্জ সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক মো. আবু তাহের চৌধুরী, এডভোকেট আনসার খান, পানসী গ্রুফের চেয়ারম্যান আবু বকর সিতু, ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, এডভোকেট সুলতান মাহমুদ, চেয়ারম্যান হাবিবুুর রহমান হাবিব। আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরী, মুফতি এডভোকেট আব্দুর রহমান, বিআরটি কর্মকর্তা জিল্লুর রহমান চৌধুরী, আব্দুল করিম দলা মিয়া, জোয়াহির, বয়েত উল্লাহ, আবু ইউসুফ, এ আর চৌধুরী সেলিম, শাহ আজাদ আলী সুমন, সালেহ আহমদ প্রমুখ।  
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status