ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

‘বাজার করতেই পারছি না, আবার ঈদের কেনাকাটা’

এম.এ রাজ্জাক, সুনামগঞ্জ থেকে:
২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার
mzamin

১৫ রোজা দেখতে দেখতে চলে গেছে। আর কয়েকদিন পরেই ঈদুল ফিতর। অথচ জেলার বাজারগুলোতে এখনো ঈদের বাজার জমে ওঠেনি। গত বছর এই সময়ে ঈদের কেনাকাটার ধুম ছিল, আমরা দোকানিরা হিমশিম খেয়েছি। কিন্তু এবার সে রকম বিক্রি নেই। মানুষের হাত খালি, টাকা নেই। মানুষের মধ্যে ঈদের আমেজ নেই। দোকানে তেমন ক্রেতাও নেই। বিক্রিও নেই। ঈদের বাজার ভালো না হলে পথে বসতে হবে অনেক দোকানিদের। 
বাদাঘাট বাজারের ব্যবসায়ী সারোয়ার ইবনে গিয়াস বলেন, জেলার ১২টি উপজেলার মধ্যে ১০টি উপজেলা হাওর কেন্দ্রিক।

বিজ্ঞাপন
বেশির ভাগ মানুষই একমাত্র বোরো ধানের ওপর নির্ভরশীল। এবার হাওরে ধান কাটা এখনো শুরু হয়নি। ধান পাকার সময়ও হয়নি। এরইমধ্যে ঈদও চলে আসছে। বাজারে বর্তমানে এমনিতেই দ্রব্যমূল্য অনেক বেশি। দৈনন্দিন বাজার করতে গিয়ে অনেকেই হিমশিম খাচ্ছেন। পরিবার-পরিজন নিয়ে কোনো রকম খেয়ে বেঁচে থাকার চিন্তায় মানুষ এখন দিশাহারা। এ অবস্থায় গ্রামের মানুষ ঈদের কেনাকাটা করার কথা এখন চিন্তাও করতে পারছেন না।
বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, দোকানগুলোতে ক্রেতাদের ভিড় নেই। মাঝে মধ্যে ক্রেতারা মার্কেটে ঢুকছেন, আবার দাম শুনেই খালি হাতে বের হয়ে যাচ্ছেন। জেলা শহরের মৌ ফ্যাশনের স্বত্বাধিকারী মো. কুদ্দুস মিয়া বলেন, এবারের ঈদে বেচাকেনা অন্য বছরের তুলনায় কম। এখন পর্যন্ত দোকানে তেমন বিক্রি নেই। অথচ গেল বছর এমন সময়ে ভালো বিক্রি ছিল। তবে আসা করা যায় আস্তে আস্তে বিক্রি বাড়বে। রয়েল ফ্যাশনের মালিক রয়েল জানান, গত বছরের ঈদের তুলনায় এ বছর বিক্রি কিছুটা কম। কারণ, হাওরে এখনো বোরো ধান কাটা শুরু হয়নি। এ ছাড়া মানুষের হাতে টাকা নেই। চৈত্র মাসে এমনিতেই হাওরাঞ্চলে অভাব থাকে। তবে, আসা করা যায়, ২০ রোজার পর থেকে বিক্রি বাড়বে। কেনাকাটা করতে আসা শাহানারা বেগম বলেন, বাজারের দোকানিরা পোশাকের অতিরিক্ত দাম চাচ্ছেন। যার কারণে ইচ্ছা থাকলেও চাহিদামতো ঈদের কাপড় কিনতে পারছি না। রিকশাচালক কাদির মিয়া বলেন, দৈনন্দিন বাজার করেই কুল পাচ্ছি না। ঈদের বাজার করবো কখন। সারাদিন রিকশা চালিয়ে রোজগার করি ৪-৫শ’ টাকা। সন্ধ্যার সময় বাজার করলে আর কিছু থাকে না। গার্মেন্টস ব্যবসায়ী রফিক মিয়া বলেন, এ বছর ঢাকায় প্রতি পিস কাপড় ৩০০-৫০০ টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে। ইচ্ছা থাকলেও আমরা ক্রেতাদের কাছে কম দামে বিক্রি করতে পারছি না।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status