ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

অসহায় মানুষের পাশে দাঁড়ালেন সাবেক সেনা কর্মকর্তা

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
২৬ মার্চ ২০২৪, মঙ্গলবার
mzamin

দৈনিক মানবজমিনে ‘সেহরিতে আলু ভর্তা ও ইফতারিতে ছোলা মুড়ি’ এবং ‘ইফতারের তৃষ্ণা মেটাতে জুটছে না শরবতও’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। মানিকগঞ্জের ঘিওর ও শিবালয় উপজেলার দুইটি গ্রামের অসহায় মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে সমপ্রতি  প্রকাশিত প্রতিবেদন দৃষ্টি কেড়েছে সমাজের বিত্তবানদের। প্রতিবেদন দুটি দেখার পর এবার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম। তিনি বর্তমানে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। গতকাল সোমবার দুপুরে তিনি অসহায় এবং রোজাদার ওই সবক’টি পরিবারের  মাঝে নগদ অর্থ বিতরণ করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে  অভাবী ওই  মানুষজন সহায়তা পাওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে মুন্নু ইন্টারন্যাশনাল  স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ  লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জহিরুল ইসলাম এবং মানবজমিনের প্রতি। প্রত্যেকটি পরিবারকে  নগদ ২ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছেন সাবেক এই সেনা কর্মকর্তা। লেফটেন্যান্ট কর্নেল  অবসরপ্রাপ্ত জহিরুল ইসলাম বলেন, অসহায় পরিবারের দুঃখ-দুর্দশার উপর  মানবজমিনে  প্রকাশিত প্রতিবেদন দুটি আমাকে ভীষণভাবে  নাড়া দিয়েছে। আমি যতটুকু কল্পনা করেছি তারচেয়েও বেশি অসহায় এই মানুষগুলো। যার কারণে আমি আমার জায়গা থেকে   সহযোগিতা করার চেষ্টা করেছি মাত্র।

বিজ্ঞাপন
মানুষের জীবনযাত্রা নিয়ে মানবজমিন যে দুটি প্রতিবেদন  করেছে তার জন্য ব্যক্তিগত ভাবে মানবজমিনকে ধন্যবাদ জানাই। এ ছাড়া সাবেক এই সেনা কর্মকর্তা শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ২ কেজি চিনি, ১ কেজি ছোলা ও খেজুর এবং ৭০ জন অসহায় মানুষকে পাঞ্জাবি দিয়েছেন। এদিকে এর আগে মানবজমিনের প্রতিবেদন দেখে মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খান রিতা অসহায় প্রত্যেক পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status