ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

খুলনা টিটিসি’র কর্মকর্তাসহ ১২ জনকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
২৬ মার্চ ২০২৪, মঙ্গলবার

খুলনা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)’র প্রশিক্ষণ কর্মকর্তাসহ ১২ জনকে কাফনের কাপড় পাঠিয়ে ‘প্রস্তুত থাকিস’ বলে হুমকি দিয়ে চিঠি দিয়েছে। এ ঘটনায়  প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ফুলবাড়ীগেট শাখা থেকে গত রোববার বেলা দেড়টার দিকে ফোনে জানানো হয় আপনাদের নামে ডাকে চিঠি এসেছে। কুরিয়ার সার্ভিস থেকে ফোন পেয়ে আড়ংঘাটা থানার  তেলিগাঁতী কুয়েট রোডে অবস্থিত খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ১২ প্রশিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী চিঠি রিসিভ করে একে একে চিঠির খামও খোলেন। কিন্তু খামের ভেতরের চিঠি পেয়ে সকলের চোখ চড়কগাছ! চিঠির ভিতর এক টুকরো সাদা কাগজের সঙ্গে পিন মারা কাফনের কাপড় সাদৃশ্য। সাদা কাগজে লেখা ‘প্রস্তুত থাকিস’। এ ধরনের চিঠি পেয়ে ওই প্রতিষ্ঠানের ১০ জন ইনস্ট্রাক্টর ১ জন ড্রাইভার এবং ১ জন অফিস সহকারীর মধ্যে ভয় ও আতঙ্ক দেখা দিয়েছে। এ ব্যাপারে প্রতিষ্ঠানের চিফ ইনস্ট্রাক্টর মো. রিয়াজ শরীফ আড়ংঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। যার নং ১১৬০ তাং ২৪/৩/২০২৪।

হুমকির চিঠি পাওয়া প্রতিষ্ঠানের ১০ জন ইনস্ট্রেক্টর হলেন- মো. রিয়াজ শরীফ, সৈয়দ মো. কামাল উদ্দিন, মো. মাসুদুল ইসলাম, মো. মাহাবুবুর রহমান, মো. জোবায়দুর রহমান, মো. মরুফ আহমেদ, মো. আব্দুল হামিদ, মো. হযরত আলী বুলেট, উম্মে হাবিবা ইসলাম, পলক কুমার বিশ্বাস, অফিস সহকারী মো. মনিরুল হক তালুকদার রাজ, ড্রাইভার মো. আমিনুর সরদার। হুমকি পাওয়া শিক্ষকরা জানিয়েছেন যাদের নামে এ ধরনের চিঠি এসেছে তারা সকলেই প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছে।

প্রতিষ্ঠানের চিফ ইনস্ট্রাক্টর মো. রিয়াজ শরীফ আড়ংঘাটা থানায় করা ডায়েরিতে উল্লেখ করেন ২৪/০৩/২০২৪ তারিখ সময় অনুমান ১টা ৩৩ মিনিটে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ফুলবাড়ী গেট শাখা থেকে মোবাইল ফোনের মাধ্যমে আমিসহ আরও ১১ জনের নামে ডাক আসছে মর্মে জানায়।

বিজ্ঞাপন
আমিসহ অন্যরা ডাক রিসিভ করি এবং ডাক খুলে দেখতে পাই যে, ‘প্রস্তুত থাকিস’ লেখা সম্বলিত ১টি সাদা কাগজের সঙ্গে ১ টুকরো সাদা কাফনের কাপড় সংযুক্ত আছে। এ ঘটনার জন্য প্রতিষ্ঠানের চিফ ইনস্ট্রাক্টরসহ অন্যরা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে দায়ী করছেন।

প্রতিষ্ঠানের চিফ ইনস্ট্রাক্টর জানান, বিষয়টি আমরা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে জানিয়েছি। তিনি লিখিত দিতে বলেছেন। অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম  মানবজমিনকে  বলেন, কে বা কারা প্রতিষ্ঠানের ১২ জন প্রশিক্ষক কর্মকর্তা-কর্মচারীকে হুমকি সম্বলিত চিঠি দিয়েছে এ সম্পর্কে কিছুই জানি না। আমি তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলেছি অফিসিয়ালভাবে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য। কিন্তু তারা সেটা না করে আমাকে দোষী সাব্যস্ত করে থানায় ডায়েরি করেছে। তারা একের পর এক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে অধ্যক্ষের পথ থেকে অপসারণের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত ইনস্ট্র্রাক্টর সৈয়দ কামাল অফিসে এসে আমাকে হুমকি দেয়। এটা খুবই দুঃখজনক। তিনি আরও বলেন, তদন্তের মাধ্যমে সত্য ঘটনা বেরিয়ে আসবে ইনশাল্লাহ।
এ বিষয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ফুলবাড়ীগেট শাখা অফিসের স্টাফ আব্বাস জানান, আড়ংঘাটা থানাধীন তেলিগাঁতীতে অবস্থিত খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ১২ শিক্ষকের নামে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ঢাকার গুলশান-২ অফিস থেকে গত ২৩শে মার্চ চিঠিগুলো বুকিং করা হয়েছে। 
ফুলবাড়ীগেট শাখা অফিস থেকে আমরা ২৪শে মার্চ চিঠিগুলো ডেলিভারি দেই। খামের উপরে লেখা আছে খন্দকার দেলোয়ার হোসেন, ঠিকানা সিটি ব্যাংক এন এ লোন শাখা ১০৯, গুলশান এভিনিউ ঢাকা-১২১২। খামের উপর একটি মোবাইল নাম্বারও দেয়া আছে।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মো. হাসান আল মামুন বলেন, যাদের হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে উনারা থানায় এসেছিলেন। তাৎক্ষণিকভাবে থানায় একটি জিডি এন্টি হয়েছে। জিডির আলোকে তদন্ত সাপেক্ষে আমরা বিষয়টি উদ্‌ঘাটনের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করবো। কুরিয়ার সার্ভিসের চিঠিগুলো কারা কোথা থেকে পাঠিয়েছে এ ব্যাপারে আমরা খোঁজখবর নিবো। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এ তথ্য উদ্‌ঘাটনে সক্ষম হবো।

 

পাঠকের মতামত

অধ্যক্ষকে ফাঁসানোর কৌশলও হতে পারে... কারণ অধ্যক্ষ নিজের গদি ঠিক রাখতে এরকম থার্ড ক্লাসমার্কা কাজ কখনোই করবেনা, যাহোক ,সঠিক তদন্ত হোক।

বাংগালী
২৬ মার্চ ২০২৪, মঙ্গলবার, ৫:৩৮ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status