খেলা
লীগ না খেলার হুমকি উষার!
স্পোর্টস রিপোর্টার
৪ মার্চ ২০২৪, সোমবারটানা জটিলতা শেষে প্রায় তিন বছর পর মাঠে ফিরেছে ঘরোয়া হকি। ক্লাব কাপের শিরোপা জয়ের মধ্যদিয়ে লীগের প্রস্তুতি নিচ্ছে মেরিনার ইয়াংস। আগামী ৮ই মার্চ মাঠে গড়ানোর কথা প্রিমিয়ার লীগ হকির। তবে ৮ই মার্চ লীগ শুরু নিয়ে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছে দুই মৌসুম পর শীর্ষ লীগে ফেরা ঊষা ক্রীড়া চক্র। ৮ই মার্চের পরিবর্তে ৬ই মার্চ থেকে লীগ শুরুর দাবি জানিয়েছে পুরান ঢাকার ক্লাবটি। ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ২০১৮ সালে প্রিমিয়ার লীগের দলবদলে অংশ নেয়নি ঊষা। লীগে অংশ না নেয়ায় অবনমিত হয়ে প্রথম বিভাগে অবস্থান হয় ক্লাবটির। গত বছর প্রথম বিভাগ চ্যাম্পিয়ন হয়ে এবার প্রিমিয়ারে ফিরেছে উষা। অংশ নিয়েছে ক্লাব কাপে। ক্লাব কাপের সেমিফাইনালে মেরিনার্সের কাছে ৮-৪ গোলে হেরে থামে তাদের পথচলা। প্রথম বিভাগ থেকে ফিরে আসায় আগামী ৮ই মার্চ লীগের উদ্বোধনী ম্যাচে আবারো প্রতিপক্ষ হিসেবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংসকে পাচ্ছে ঊষা। এতে আপত্তি ক্লাবটির। তবে আপত্তি প্রতিপক্ষ নিয়ে নয়, আপত্তি শুরুর তারিখ নিয়ে। ঊষার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার স্বাক্ষরিত চিঠিতে মেরিনার ইয়াংসকে বাড়তি সুবিধা দিতেই ফেডারেশনের লীগ কমিটি লীগ শুরুর তারিখে পরিবর্তন এনেছে বলে দাবি করেছে ক্লাবটি। উষা ক্রীড়া চক্রের দাবি, ‘৬ই মার্চ উষার বিপক্ষে ম্যাচ খেললে মেরিনার্সের বিদেশি খেলোয়াড়রা (ভারতীয়) অংশগ্রহণ করতে পারবেন না। একটি ক্লাবকে সুবিধা প্রদান করতে লীগ কমিটি লীগ পিছিয়ে ৮ই মার্চ শুরু করতে চাইছে।’ উষা লীগ কমিটির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ এবং ন্যাক্করজনক হিসেবে আখ্যায়িত করেছে। পাশাপাশি ৮ই মার্চ লীগ শুরুর সিদ্ধান্তকে সুষ্ঠু তদন্ত এবং সঠিক বিচার দাবি করেছে। এটি নিশ্চিত না হলে লীগ না খেলার হুমকিও দিয়েছে তারা। ক্লাব কাপ শেষ হওয়ার তিন দিন পর লীগ শুরু হওয়ার কথা। ২রা মার্চ ক্লাব কাপ শেষ হয়েছে। সেই হিসেবে ৬ই মার্চ লীগ শুরু হওয়ার কথা। সেই সিদ্ধান্ত থেকে সরার কারণ সম্পর্কে লীগ কমিটির সম্পাদক খাজা তাহের লতিফ মুন্না বলেন, ‘দুটি ক্লাব ছাড়া (আবাহনী ও উষা) বাকি নয় ক্লাব চেয়েছে ৮ই মার্চ থেকে লীগ শুরু করতে। সম্পাদক হিসেবে সংখ্যাগরিষ্ঠের মতামতই প্রাধান্য দিয়েছি। এরপরও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। গতকাল সভাপতি মহোদয় এসেছিলেন ফাইনাল উপলক্ষে। তাকে বিষয়টি অবহিত করার পর তিনি ৮ই মার্চ থেকে শুরুর নির্দেশনা দিয়েছেন। এরপরই ফিক্সচার চূড়ান্ত হয়েছে।’ দেশের হকির অন্যতম শীর্ষ ক্লাব উষা ক্রীড়া চক্র। লীগ শুরুর দিন চারেক আগে না খেলার হুমকি হকির জন্য অশনিসংকেত। উষার মতো আবাহনীও নাখোশ ৮ই মার্চ লীগ শুরু নিয়ে। উষা আনুষ্ঠানিক চিঠি দিলেও আবাহনী অবশ্য এখনো চিঠি দেয়নি।