ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিবিধ

অনুকরণীয় কীর্তির সাক্ষর রেখে চার নারী পেলেন রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৩

স্টাফ রিপোর্টার

(২ মাস আগে) ২ মার্চ ২০২৪, শনিবার, ৮:০১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:২১ অপরাহ্ন

mzamin

প্রতিটি নারীর কীর্তিই অনন্য। তবে এর মাঝেও সততা, নিষ্ঠা ও অক্লান্ত শ্রমে কয়েকজনের কীর্তি বাকিদের জন্য হয়ে ওঠে অনুকরণীয়। তাঁদের একার কীর্তি আরো অনেক কীর্তির প্রেরণা যোগায়। আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে এমন কীর্তিমতীদের গত দেড় যুগ ধরে সম্মাননা জানিয়ে আসছে ‘রাঁধুনী’। সেই ধারাবাহিকতা বজায় রেখে সাংবাদিকতা, সমাজকল্যাণ, ব্যবসায় উদ্যোগ এবং ক্রীড়াক্ষেত্রে অভাবনীয় কীর্তির সাক্ষর রাখা চার কৃতি নারীর হাতে সম্প্রতি তুলে দেয়া হলো ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৩’। ২ মার্চ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা হস্তান্তর করা হয়। দেশের নানা অঞ্চল থেকে সাংবাদিক এবং সর্বস্তরের মানুষের পাঠানো মনোনয়নের মধ্য থেকে অভিজ্ঞ নির্বাচক প্যানেলের সহায়তায় এবারের কীর্তিমতীদের নির্বাচন করা হয়।

তারিন জাহান ও তার দলের অংশগ্রহণে একটি নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এবারের অনুষ্ঠান। এ বছর আন্তর্জাতিক নারী দিবস ২০২৪-এর স্লোগান: Inspire Inclusion, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ দিবসের প্রতিপাদ্য “নারীর সমঅধিকার, সমসুযোগ। এগিয়ে নিতে হোক বিনিয়োগ।” স্কয়ার-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে স্বাগত বক্তব্য রাখেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ-এর প্রধান পরিচালন কর্মকর্তা জনাব মোঃ পারভেজ সাইফুল ইসলাম। তিনি নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় বিনিয়োগের জন্য সকল সেক্টরের এগিয়ে আসা জরুরি বলে অভিমত জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন
এছাড়াও, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান, দৈনিক সমকালের সম্পাদক আলমগীর হোসেন, সৌন্দর্যচর্চা বিষয়ক প্রতিষ্ঠান পারসোনা-র প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান এবং বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

এরপর শুরু হয় পুরস্কার প্রদান। ১৬৫টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা অর্জনকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোসাংবাদিক, চট্টগ্রামের নারীকণ্ঠ ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক, সমাজসেবী ও সংগঠক শাহরিয়ার ফারজানা পেয়েছেন কীর্তিমতী সাংবাদিক ২০২৩ সম্মাননা। সমাজের অবহেলিত মানুষের মৌলিক চাহিদাপূরণের পাশাপাশি বঞ্চিত নারীদের ক্ষমতায়নের সুযোগ তৈরি করা এবং ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়ানোয় অবদান রাখা বগুড়ার শিক্ষক শাহনাজ পারভীন পেয়েছেন কীর্তিমতী হিতৈষী ২০২৩ সম্মাননা। কীর্তিমতী উদ্যোক্তা ২০২৩ হয়েছেন তরুণ উদ্যোক্তা সুমনা শারমিন। প্রজেক্ট সেকেন্ড হোম-এর মাধ্যমে প্রায় ৮৫ হাজার শিক্ষার্থী ও কর্মজীবী নারীর জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য আবাসন নিশ্চিত করেছেন তিনি। 

এরই সাথে, এখন পর্যন্ত ১৫ হাজার নারীকে দিয়েছেন মানসিক স্বাস্থ্য বিষয়ক সেবা, ৮৭০০ নারীকে দিয়েছেন কর্পোরেট প্রশিক্ষণ, তৈরি করেছেন কর্মসংস্থানের সুযোগ। সব শেষে ৭ বার দেশের দ্রুততম মানবী, জাতীয় পর্যায়ে ৪৫টি স্বর্ণপদক ও জাতীয় ক্রীড়া পুরস্কার ২০১৬ জয়ী, বিশেরও অধিক আন্তর্জাতিক গেমসে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী খুলনার অ্যাথলিট সুলতানা পারভিন লাভলী হয়েছেন কীর্তিমতী ক্রীড়াবিদ ২০২৩। রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৩ প্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও চেক তুলে দেন দিলারা জামান, আলমগীর হোসেন, কানিজ আলমাস খান, খালেদ মাসুদ পাইলট। এবারের নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা অজয় দাশ গুপ্ত, ব্যাবসায়িক প্রতিষ্ঠান গুটিপার ব্যবস্থাপনা পরিচালক তাসলিমা মিজি, দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মোস্তফা মামুন, এবং প্রযুক্তিসেবা প্রতিষ্ঠান ডিক্যাস্টালিয়ার পরিচালক সাবিলা ইনুন। পুরস্কার বিতরণ শেষে সংগীত পরিবেশন করেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অবন্তী সিঁথি। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলো বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড। অনুষ্ঠানটির ধারণকৃত অংশ ৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status