ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিবিধ

হজ-ওমরাহ শপিং এর জন্য মহিলাদের পছন্দের শীর্ষে আছে যেই ব্র্যান্ড

(১ সপ্তাহ আগে) ২২ এপ্রিল ২০২৪, সোমবার, ১১:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:০২ পূর্বাহ্ন

mzamin

সাম্প্রতিক সময়ে দেশে মডেস্ট ফ্যাশন নিয়ে বেশ কিছু ভাল কাজ হচ্ছে। এর মধ্যে যেই ব্র্যান্ড অনেকের মনে জায়গা করে নিয়েছে সেটার নাম হলো মডেস্ট কালেকশন। ২০১৫ সালে মাত্র বিশ হাজার টাকা পুঁজি নিয়ে যাত্রা শুরু করা ছোট্ট একটা ফেসবুক পেইজ থেকে আজকে মডেস্ট কালেকশন দেশে বিদেশে জনপ্রিয় একটা নাম। বিশেষ করে হাজ্জ্ব বা উমরাহর জন্য মহিলাদের প্রথম পছন্দ মডেস্ট কালেকশন। এই জনপ্রিয়তার কারণ কি? জানতে চাইলাম মডেস্ট কালেকশনের স্বত্তাধিকারী ফারিজা বিনতে বুলবুলের কাছে।

ফারিজা বিনতে বুলবুল- আগের দিনের বোরকার কাপড়্গুলো ছিল বেশ মোটা, ডিজাইনে তেমন ভ্যারিয়েশন ছিলোনা। অনলাইনে মডেস্ট কালেকশন যখন যাত্রা শুরু করে, তখনও কিছু মডেস্ট ফ্যাশন ব্র্যান্ড বেশ সাড়া ফেলেছিল। কিন্তু আমি যেদিকনটায় ফোকাস করি, সেটা হলো আরামদায়ক আউটফিট। আমি নিজেও যেহেতু বোরকা পরি, তাই হিজাবকে কি করে আরো প্র্যাক্টিক্যাল ও কনভিনিয়েন্ট করা যায় সেদিকে ফোকাস করেই আমরা ডিজাইন গুলো করতাম। আমি যখন হাজ্জ্ব এ যাই, তখন আমার কাছে মনে হয়েছিল পকেট টা মেয়েদের আউটফিটে খুব প্রয়োজন। পাথর মারার ব্যাগ হোটেলে ফেলে এসেছিলাম ভুলে, অগত্যা মিনার ওখান থেকে আবার পাথর কালেক্ট করতে হয়েছিল।

বিজ্ঞাপন
এজন্য আমরা বোরকায় সর্বপ্রথম চেইন দেয়া পকেট সিস্টেম চালু করি। যেটা খুব জনপ্রিয় হয়, এখন তো পকেট সিস্টেম আবায়া অনেকেই করছে। এছাড়া ফুল লেংথ বোরকার শর্টার ভার্সন বের করে সেটা প্যান্ট বা স্কার্ট দিয়ে পরার মত ডিজাইন গুলোও আমাদের বেশ জনপ্রিয় হয় বিশেষ করে কর্মজীবী নারীদের ক্ষেত্রে। এই আইডিয়া গুলো ২০১৫ তে ছিলোনা, আর বিগ ব্র্যান্ড গুলো তখনও অনলাইনে প্রবেশ করেনি। ওই সময় খুবই লিমিটেড কিছু ফেসবুক পেইজের ওয়েবসাইট ছিল। আমাদের ওয়েবসাইটে (https://modestbd.com) অর্ডার আসতোনা বললেই চলে, কিন্তু আমরা সেটা সবসময় আপডেটেড রেখে এসেছি। যার সুবিধা এখন আমরা পাচ্ছি। যদিও আমরা দেশের বাইরে কোনরকম এ্যাড রান করিনা, তারপরও আমরা প্রবাসি বাঙালি তো বটেই, অন্য জাতীয়তার মানুষদের থেকেও অর্ডার পেয়েছি যেটা আনএক্সপেক্টেড ছিল।

শুরু থেকেই আমরা প্রডাক্টের মান নিয়ে সবচেয়ে বেশি ফোকাসড ছিলাম। মেকিং, ফেব্রিক সিলেকশন, প্যাটার্ন সব কিছু যেন টপ নচ থাকে সেজন্য আমি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড থেকেও পোশাক কিনি, ওদের মেকিং থেকে শুরু করে প্যাকেজিং সব কিছু মডেস্ট কালেকশনের সাথে কম্পেয়ার করি, প্রয়োজন হলে সেভাবে ইম্প্রুভ করার চেষ্টা থাকে সবসময়। দুবাই থেকে বোরকা ইম্পোর্ট করা হয় কত, অনেকে এগুলো বেটার ভেবে বেশি দাম দিয়ে কেনেন, অথচ আমাদের রেগুলার কাস্টমাররা জানেন, আমাদের প্রডাক্টের ফিনিশিং আর কোয়ালিটি ওদের চেয়ে বেটার। মডেস্ট কালেকশন কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকে প্রাধান্য দেয়। আর তাই দামটা খুব বেশি সস্তা করা যায়না, প্রডাকশনও লিমিটেড থাকে। তবে আমাদের রিটার্ণ কাস্টমার রেশিও টা হাই, আর ওয়ার্ড অব মাউথ এ্যাডভারটাইজেশন টার বেনিফিট আমরা পাই, যার জন্য আমাদের প্রডাক্ট খুব দ্রুত শেষ হয়ে যায়। হাজ্জ্ব বা উমরাহর মত ইম্পর্ট্যান্ট ইভেন্টে তাই সবাই মডেস্ট কেই বেছে নেন। কারণ ওই যে, কমফোর্টেবল, প্রিমিয়াম আউটফিট! আমি যদি কমফোর্টেবল্ভাবে হিজাবকে ক্যারি করতে পারি, তাহলে খামোখা কষ্ট করতে যাব কেন। আর বয়স্কদের জন্য তো কমফোর্ট টা মাস্ট। ডায়াবেটিস, এ্যাজমার প্রব্লেম থাকলে অনেকেই আরামদায়ক পোশাক ছাড়া কোনভাবেই পরতে পারবেন না, যেকারণে মডেস্টের এত জনপ্রিয়তা।

মডেস্ট কালেকশন মূলত অনলাইনের মাধ্যমে যাত্রা শুরু করে, এখন ধানমন্ডির সীমান্ত স্কয়ারে একটা শোরুম আছে। করোনার পর বিশেষ করে সবকিছু এত বেশি মাত্রায় অনলাইন কেন্দ্রিক হয়ে গেছে যে, আমরা শোরুম বাড়ানোর কথা ভাবছিনা-জানালেন ফারিজা বিনতে বুলবুল।

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status