ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিবিধ

মাস্তুল ফাউন্ডেশন আয়োজন করছে যাকাত কনফারেন্স

স্টাফ রিপোর্টার

(২ মাস আগে) ২ মার্চ ২০২৪, শনিবার, ৫:৩৩ অপরাহ্ন

mzamin

মাস্তুল ফাউন্ডেশন এবং আল যাকাত সাদাকা ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে “যাকাত কনফারেন্স ২০২৪”। যা অনুষ্ঠিত হবে ৪ঠা মার্চ, প্যান প্যাসেফিক সোনারগাঁও ঢাকা-তে।

এই যাকাত কনফারেন্সের মূল লক্ষ্য হলো যাকাতের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, সমাজের দরিদ্র ও অভাবী মানুষদের মধ্যে যাকাত বিতরণের ক্ষেত্রে একটি কার্যকর ব্যবস্থা তৈরি করা এবং যাকাতের অনুশীলন প্রচার করা।

কনফারেন্সে আলোচক এবং অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শাইখ মুফতি সাইফুল ইসলাম ইমাম ও খতিব মসজিদ-উত-তাকওয়া; মুফতি ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী ইসলামিক স্কলার ও গবেষক; ডা. মাহমুদ হাসান- ইসলামিক স্কলার ও অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়; এ. এইচ. এম. সফিকুজ্জামান মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর; নিয়াজ রহিম, চেয়ারম্যান সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট; ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন আহমেদ, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া সিইও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, মুহাদ্দিস মাহমুদুল হাসান, ড. মু. মহিউদ্দিন আহ্‌মদ, এসডি খান সহ আরো অনেকেই।
সম্মেলনের প্রধান বিষয়বস্তু হিসাবে আলোচনা হবে -  যাকাতের ফরজিয়ত ও গুরুত্ব, যাকাতের হিসাব ও পরিমাণ নির্ধারণ, যাকাতের আধুনিক প্রয়োগ, যাকাত বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা, যাকাত সংগ্রহ ও বিতরণকারী প্রতিষ্ঠানগুলির জন্য কর্মশালা।

এছাড়াও  সম্মেলনে দেশ-বিদেশের বিখ্যাত আলেম, সমাজসেবী এবং যাকাত বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। তারা যাকাতের বিভিন্ন দিক সম্পর্কে বক্তব্য রাখবেন এবং যাকাত বিতরণের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা করবেন।

সম্মোলনটি সকলের জন্য উন্মুক্ত। ওয়েবসাইটের লিঙ্কে কীভাবে নিবন্ধন করতে হবে তার নির্দেশাবলী প্রদান করা আছে। সম্মেলনে যাকাত সংগ্রহ ও বিতরণের  জন্য একটি কর্মশালা আয়োজন করা হবে। এই কর্মশালায় যাকাত সংগ্রহ ও বিতরণের ক্ষেত্রে সর্বোত্তম অনুশীলনগুলি নিয়ে আলোচনা করা হবে।

উল্লেখ্য, মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত দাতব্য প্রতিষ্ঠান। মাস্তুলের প্রধান কাজের মধ্যে রয়েছে দাফন-কাফন সেবা প্রজেক্ট, যার মাধ্যমে করোনার শুরু থেকে এখন পর্যন্ত ৩০০০ এর অধিক লাশ দাফন হয়েছে। মাস্তুলের রয়েছে নিজস্ব স্কুল, মাদ্রাসা এবং শেল্টারহোম যেখানে আবাসিক/অনাবাসিক মিলে শতাধিক পিতামাতাহীন/ অনাথ/ এয়াতিম শিক্ষার্থী রয়েছে । এর বাহিরে কয়েক জেলায় প্রজেক্ট স্কুলগুলোতে হাজারের অধিক সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের সকল শিক্ষার উপকরন দেয়ার পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টিকর খাবার, শিশু অধিকার, মৌলিক চাহিদা নিশ্চয়তা করা হচ্ছে। মাস্তুল ফাউন্ডেশনের রয়েছে সেলাই প্রশিক্ষন কেন্দ্র, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যার মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে কর্মক্ষম করে তোলা হচ্ছে।

বিজ্ঞাপন
এর বাহিরে যাকাত স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে ১০০০ জনের বেশি মানুষকে স্বাবলম্বী করা হয়েছে। এছাড়া রয়েছে বৃদ্ধ বাবা-মা দের জন্য মাস্তুল বৃদ্ধাশ্রম এবং মাস্তুল মেহমানখানা, যেখান থেকে শতাধিক অসহায় নিম্ন আয়ের মানুষের একবেলা পেট পুড়ে খাওয়ার ব্যাবস্থা হয়।

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status