ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিবিধ

করাচির রাস্তায় ক্রমবর্ধমান অপরাধ নিয়ে সিটি কাউন্সিলের উদ্বেগ

অনলাইন ডেস্ক

(২ মাস আগে) ২৯ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ৮:৫৬ অপরাহ্ন

mzamin

করাচি সিটি কাউন্সিল বৃহস্পতিবার শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উভয় পক্ষের সদস্যদের উদ্বেগের সাথে একমত হয়েছে। মেয়র মুর্তজা ওয়াহাব ক্রমবর্ধমান রাস্তার অপরাধ মোকাবেলায় একটি কমিটি গঠনের জন্য কিছু সদস্যের পাঠানো প্রস্তাবে সম্মত হয়েছেন। করাচি মেট্রোপলিটন কর্পোরেশনের (কেএমসি) কাউন্সিলের সভায় গুলিস্তান-ই-জোহরে নিহত পাকিস্তান পিপলস পার্টির ইউসি চেয়ারম্যান সাবির আলী মাগসির পাশাপাশি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সদস্য পারভীন মুরাদ বালুচের জন্য প্রার্থনা করা হয়।

সভায় উপস্থাপিত দুটি অভিন্ন প্রস্তাবের মাধ্যমে নিহত ইউসি চেয়ারম্যানের হত্যাকারীদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয়। প্রস্তাবগুলো উত্থাপন করেন পীর অ্যাডভোকেট ইরশাদ আলী এবং জামায়াতে ইসলামী’র কাজী সদরুদ্দিন।

প্রস্তাবের বিষয়ে তাদের মতামত ব্যক্ত করা অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন পিপিপি সংসদীয় নেতা সৈয়দ নাজমি আলম, জেআই সংসদীয় নেতা অ্যাডভোকেট সাইফুদ্দিন এবং আসাদ আমান। বক্তারা সাব্বির আলী মাগসীর নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং পরিষদের সকল সদস্যের পক্ষ থেকে আন্তরিক শোক ও দুঃখ প্রকাশ করেন। তারা ম্যাগসির হত্যাকারীদের যত দ্রুত সম্ভব গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানান। উভয় প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়।

রেজুলেশনের উপর আলোচনাকালে সদস্যরা নগরীর রাস্তায় ক্রমবর্ধমান অপরাধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা করাচিতে ক্রমবর্ধমান অপরাধ মোকাবেলায় কাউন্সিল সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেয়। তারা আরও পরামর্শ দিয়েছিলেন যে, প্রস্তাবিত কমিটি শহরের অপরাধ পরিস্থিতি নিয়ে পুলিশ মহাপরিদর্শকের সাথে আলোচনা করুক। মেয়র এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছিলেন যে, হাউসের সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে যারা আইজি সিন্ধুর সাথে দেখা করবে।

বিজ্ঞাপন
তিনি বলেন, কমিটিতে প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে যাতে করাচির অপরাধ পরিস্থিতি সম্পর্কে আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করা হয় এবং এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

মেয়র বলেন যে, শহরের আজকের সভার কার্যক্রম একটি ভাল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলের ভবিষ্যত অধিবেশনগুলিতে এটি অব্যাহত থাকবে যাতে এই কাউন্সিলের সদস্যরা করাচির নাগরিকদের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে পারে।

মেয়র মুর্তজা ওয়াহাব বলেন, সিটি কাউন্সিলের ঐতিহ্য অনুযায়ী কোনো সদস্যের মৃত্যুর পর কাউন্সিলের সভা স্থগিত করা হয়। তাই আজকের বৈঠকটি স্থগিত করে আগামী ৮ মার্চ পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।
সূত্র: ডন
 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status