ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

৪ মহানগরে নতুন পুলিশ কমিশনার

স্টাফ রিপোর্টার
১ জুলাই ২০২২, শুক্রবার

বাংলাদেশ পুলিশে ডিআইজি পদে সম্প্রতি পদোন্নতিসহ ৪১ জন ডিআইজি’র পদায়ন ও বদলি সংক্রান্ত পৃথক ৪টি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা ৪টি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এই ৪১ জনের মধ্যে এক প্রজ্ঞাপনে পুলিশের বিশেষ শাখার ডিআইজি হুমায়ুন কবিরকে পুলিশ স্টাফ কলেজে, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোর্শেদুল আনোয়ারকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে, ডিএমপি’র অতিরিক্ত কমিশনার এ এফ এম মাসুম রাব্বানীকে পুলিশ স্টাফ কলেজে, গাজীপুরের পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবীরকে পুলিশ হেডকোয়ার্টার্সে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ও পুলিশ স্টাফ কলেজের ভাইস রেক্টর আব্দুল কুদ্দুছ আমিনকে এসবিতে বদলি করা হয়েছে।

 এছাড়া অপর এক প্রজ্ঞাপনে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল আলীম মাহমুদকে রংপুর রেঞ্জের ডিআইজি, ডিএমপি’র অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোল্যা নজরুল ইসলামকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সাইফুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে ডিএমপিতে চলতি দায়িত্বে থাকা দুই অতিরিক্ত পুলিশ কমিশনার মনিবুর রহমান ও মো. আসাদুজ্জামানকে ডিএমপিতেই অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া ডিএমপি’র যুগ্ম কমিশনারের দায়িত্বে থাকা ও সদ্য ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সৈয়দ নূরুল ইসলাম ও মোহাম্মদ হারুন অর রশিদকে ডিএমপিতেই অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া ডিআইজি হিসেবে সদ্য পদোন্নতি পাওয়া র‌্যাবের পরিচালক খন্দকার মোজাম্মেল হককে হাইওয়ে পুলিশের ডিআইজি, র‌্যাবের পরিচালক মাহফুজুর রহমানকে হাইওয়ে পুলিশে, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি রেজাউল হককে পুলিশ স্টাফ কলেজে, ডিএমপি’র যুগ্ম কমিশনার মনির হোসেনকে এসবিতে, অ্যান্টিটেরোরিজমের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামানকে অ্যান্টিটেরোরিজম ইউনিটে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমানকে অ্যান্টিটেরোরিজম ইউনিটে, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষকে এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে। 

রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্রকে রেলওয়ে পুলিশে, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে পুলিশ হেডকোয়ার্টার্সে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত ডিআইজি গোলাম রউফ খানকে সারদার পুলিশ একাডেমিতে, ডিএমপির যুগ্ম কমিশনার মাহবুব আলমকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে, র‌্যাবের পরিচালক শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে শিল্পাঞ্চল পুলিশে, ডিএমপি’র যুগ্ম কমিশনার শামীমা বেগমকে এসবিতে, অ্যান্টিটেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি সালমা বেগমকে হাইওয়ে পুলিশে, ডিএমপি’র যুগ্ম কমিশনার মিরাজ উদ্দিন আহম্মেদকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম রহমত উল্লাহকে সারদার পুলিশ একাডেমিতে, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানকে অ্যান্টিটেরোরিজম ইউনিটে, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি এস এম মোস্তাক আহমেদ খানকে পুলিশ হেডকোয়ার্টার্সে, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবিরকে শিল্পাঞ্চল পুলিশে, ডিএমপি’র যুগ্ম কমিশনার মইনুল হককে শিল্পাঞ্চল পুলিশে, ডিএমপির যুগ্ম কমিশনার ইলিয়াছ শরীফকে ট্যুরিস্ট পুলিশে, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে, র‌্যাবের পরিচালক জামিল হাসানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশে ও ডিএমপি’র যুগ্ম কমিশনার আনিসুর রহমানকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status