শিক্ষাঙ্গন
যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসার শিক্ষক মুরাদ বরখাস্ত
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২৬ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৪০ অপরাহ্ন

যৌন হয়রানির অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিতের শিক্ষক মুরাদ হোসেন সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি বিষয়টি নিয়ে এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেয়। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটির তিনজন শিক্ষার্থীর মুরাদ হোসেন সরকারের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন। এরপর বিষয়টি নিয়ে আলোচনা ও আন্দোলন হলে ওই শিক্ষককে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে সরিয়ে আনা হয়। এরপর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শিক্ষককে বরখাস্ত করা হলো।
পাঠকের মতামত
এদের প্রত্যেককে চিহ্নিত তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা সবার দায়িত্ব।
ইদানীং প্রায়ই শুনা যাচ্ছে শিক্ষক কর্তৃক ছাত্রী যৌন নির্যাতনের শিকার। সরকারের কাছে আমার অনুরুধ প্রতিটা গার্লস স্কুল গার্লস কলেজে মহিলা শিক্ষক নিয়োগ দেওয়া। গার্লস স্কুল ও কলেজের গেইটের আসে পাশে কোন পুরুষ যাতে না যেতে পারে সে জন্য মহিলা দারোয়ান ও মহিলা পুলিশ নিয়োগ দেওয়া।
বিচার দাবি করছি।
শিক্ষক নামের কলঙ্ক। সর্বোচো সাস্তি দেয়া হোক
তদন্ত করবে পুলিশ। গ্রেফতার করা উচিত।