ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

ঝিনাইদহে অবৈধভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার

ঝিনাইদহে বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব না থাকা সত্ত্বেও অবৈধভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার কালিচরণপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে। এ ঘটনায় জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন হারুন-অর-রশিদ নামের এক ব্যক্তি। জানা যায়, জনবল কাঠামো নীতিমালা অনুযায়ী, যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সরকার প্রদত্ত কম্পিউটার ল্যাব চালু আছে শুধুমাত্র সেই সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ দিতে পারবে। অথচ মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি ল্যাব না থাকা স্বত্ত্বেও কেএম রুবেল নামের একজন শিক্ষককে নিয়োগ দেয়া হয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিবর্দি বিশ্বাস ও  সভাপতি এনামুল কবির বিপ্লব মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রুবেল গত বছরের ১২ই মার্চ থেকে বেতনভাতা ও সরকারি সকল সুবিধার সঙ্গে যুক্ত হয়েছেন।  এ বিষয়ে প্রধান শিক্ষক আলিবর্দি বিশ্বাস বলেন, শেখ রাসেল ল্যাবের বিপরীতে ল্যাব এসিসট্যান্ট নিয়োগ দেয়ার নিয়ম আছে। কিন্তু আমাদের স্কুলে শেখ রাসেল ল্যাব না থাকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে একজন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুল মালেক বলেন, মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক নিয়োগের ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। ওই বিদ্যালয়ে ল্যাব আছে কিনা তা আমার জানা নেই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status