ঢাকা, ১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

মোংলা বন্দর চ্যানেলে লাইটার জাহাজডুবি

বাগেরহাট প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার

মোংলা বন্দরের পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবোচরে ধাক্কা লেগে তলা ফেটে ডুবে গেছে লাইটার কার্গো জাহাজ এমভি ইশরা মাহমুদ। লাইটার কার্গো জাহাজটি গতকাল সকাল ১০টার দিকে মোংলা বন্দরের আউটার বার হারবাড়িয়ার ৬ নম্বর বয়া থেকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী মার্চেন্টশিপ এমভি পারস নামের বিদেশি জাহাজ থেকে ৯৫০ মেট্রিক টন কয়লা বোঝাই করে যাশোরের নোয়াপাড়া যাওয়ার পথে কানাইনগর এলাকায় ডুবোচরে ধাক্কা লেগে তলা ফেটে ডুবে যায়। এ সময়ে লাইটার কার্গো জাহাজটিতে থাকা ১১ নাবিক ও ক্রুর সবাই সাঁতরে তীরে উঠতে পারায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। লাইটার কার্গো জাহাজটি বন্দরের মূল চ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় মোংলা বন্দর চ্যানেলটি জাহাজ চলাচলের জন্য নিরাপদ রয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের গণসংযোগ কর্মকর্তা মো. মাকরুজ্জামান মুন্সি এতথ্য নিশ্চিত করে জানান, শনিবার সকালে এমভি ইশরা মাহমুদ নামের লাইটার কার্গো জাহাজটি যাশোরের নোয়াপাড়ার উদ্দেশ্যে রওনা করে। সকাল ১০টার দিকে লাইটার কার্গো জাহাজটি বন্দরের পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় ডুবোচরে ধাক্কা লেগে তলা ফেটে ডুবে যায়। দুর্ঘটনার পর লাইটার কার্গো জাহাজটিতে থাকা ১১ নাবিক ও সব ক্রুরা সাঁতরে তীরে উঠতে পারায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। লাইটার কার্গো জাহাজটি বন্দরের মূল চ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় মোংলা বন্দর চ্যানেলটিতে জাহাজ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রয়েছে। দর্ঘটনার খবর পেয়ে মোংলা বন্দর থেকে উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এদিকে, কয়লা নিয়ে সুন্দরবনের কাছেই জাহাজডুবির ঘটনায় উদ্বেগ জানিয়ে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, কয়লা একটি বিষাক্ত পদার্থ। 
এই কয়লা জোয়ার-ভাটায় নদীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে সুন্দরবনের জলজ প্রাণী ও ম্যানগ্রোভ বনের শ্বাসমূলের মারাত্মক ক্ষতি হবে। দ্রুত এই কয়লা নদী থেকে অপসারণ করাসহ কয়লাবাহী জাহাজের চালকদের আরও সচেতন হওয়ার তাগিদ দেন তিনি।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status