ঢাকা, ২২ মার্চ ২০২৫, শনিবার, ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২১ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

আশুলিয়ায় চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
২৫ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার

আশুলিয়ায় নার্সিং কলেজের  ভেতরে চোর সন্দেহে হান্নান শেখ (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান। এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার কাঁইচাবাড়ী এলাকার মাউন্ট ভিউ নার্সিং ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার কাঁইচাবাড়ী এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. মুসলিম (৫৫) ও একই এলাকার আলাউদ্দিন শেখের ছেলে মো. সাইফুল শেখ (২৮)। তারা দু’জনই ওই হাসপাতালের কর্মচারী বলে জানা যায়। অন্যদিকে হত্যাকাণ্ডের শিকার হান্নান শেখ (৩০) পাবনা জেলার সদর থানার ভাড়ারা মধ্যজামুয়া এলাকার মোহাম্মদ আলী শেখের ছেলে। সে অনেক দিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। গত ৭-৮ মাস আগে তার নিজ বাড়ি পাবনা থেকে হারিয়ে যাওয়ার পর অনেক খোঁজ করার পরেও তার সন্ধান পাচ্ছিলো না পরিবারের সদস্যরা। পুলিশ জানায়, গত মঙ্গলবার ভোরে মানসিক ভারসাম্যহীন যুবক হান্নান শেখ আশুলিয়ার কাঁইচাবাড়ী এলাকার মাউন্ট ভিউ নার্সিং ইনস্টিটিউট ও হাসপাতালের তৃতীয় তলায় প্রবেশ করলে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এরপর পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করে তার পরিবারের লোকজনকে খবর দেয়। এ ঘটনায় নিহতের ভগ্নিপতি ময়নুল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মুঠোফোনে মাউন্ট ভিউ নার্সিং ইনস্টিটিউট ও হাসপাতালের ম্যানেজার আব্দুল মালেক ফায়েক বলেন, আমি ব্যস্ত আছি পরে কথা হবে। 
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান জানান, চোর সন্দেহে হান্নান শেখ নামের এক মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মাউন্ট ভিউ নার্সিং ইনস্টিটিউট ও হাসপাতালের এক নিরাপত্তাকর্মীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজনকে ১ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status