বাংলারজমিন
ফটিকছড়িতে কাঠ বোঝাই ৫টি ট্রাক জব্দ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধভাবে কাঠ পাচারকালে রাতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ বন বিভাগের নারায়ণহাট রেঞ্জ, আনসার সার্বিক সহায়তা করেন। বৃহস্পতিবার রাতে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটা, বালু উত্তোলন ও অবৈধভাবে বনজদ্রব্য পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে বৃন্দাবন হাটের হেয়াকো-গহিরা সড়কের বড়ুয়াপাড়া এলাকায় অবৈধভাবে কাঠ পরিবহনের সময় তল্লাশি চালানো হয়। তল্লাশির সময়ে ৫টি ট্রাক জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে চালক, সহকারীরা গাড়ি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে জব্দকৃত প্রায় দুই হাজার সিএফটি কাঠ বিবিরহাট এ অবস্থিত সড়ক বিভাগের অফিসে রাখা হয়েছে। মোবাইল কোর্ট আইন-২০০৯ এর ৬(৫) ধারা মোতাবেক অপরাধের গুরুত্ব বিবেচনায় ও ঘটনাস্থলে আসামি না পাওয়া যাওয়ায় নিয়মিত মামলা দায়েরের জন্য বন বিভাগের নারায়ণহাট রেঞ্জের নিকট হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে বন বিভাগ বন আইনে মামলা রুজু করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী জানান- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হেয়াকো, রামগড় এর বিভিন্ন বন ও বাগান থেকে অবৈধভাবে কাঠ কেটে নিয়ে যাচ্ছিল পাচারকারী চক্ররা পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে এই ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।