বাংলারজমিন
খাগড়াছড়িতে বাস-পিকআপ সংঘর্ষ একই পরিবারের নিহত ২, আহত ১৮
খাগড়াছড়ি প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবারখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাস এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তারা সবাই একটি অনুষ্ঠানে যোগ দিতে গুইমারা উপজেলায় যাচ্ছিলেন। গতকাল সকাল ৯টা ৪০ মিনিটের দিকে মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসচালক নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ। তিনি নওগাঁ জেলার মো. জয়নালের ছেলে। নিহতরা হলেন- খাগড়াছড়ি পৌরসভার বসুন্ধরা এলাকার বাসিন্দা মৃত ননী গোপাল গুহের স্ত্রী প্রীতি বালা গুহ (৪৮) ও মৃত গৌরাঙ্গ ঘোষের স্ত্রী অনিমা ঘোষ (৬৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি যাত্রী নিয়ে খাগড়াছড়ি থেকে আসছিল আর পর্যটকবাহী রকি পরিবহনের বাসটি খাগড়াছড়ি যাচ্ছিল। সাপমারা এলাকায় উভয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপে থাকা দু’জন নারী মারা যান। অন্য যাত্রীরা আহত হন। এ ঘটনায় পর্যটকদের কেউ আহত হয়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মো. মোশাররফ হোসেন বলেন, দুর্ঘটনার ২০ জন রোগীকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে দু’জন হাসপাতালে আনার পূর্বেই মারা যান। বর্তমানে ১৮ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে গুরুতর আহত আছেন ২ জন। আহত সবাইকে সুষ্ঠুভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, নিহত এবং আহত সবাই একই পরিবারের সদস্য। গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় বাসগাড়ির চালককে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।