ঢাকা, ২২ জানুয়ারি ২০২৫, বুধবার, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২১ রজব ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

স্পেনে গুলিতে নিহত ইউক্রেনের সঙ্গে হাত মেলানো সেই রুশ পাইলট

মানবজমিন ডেস্ক

(১১ মাস আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৫:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন

mzamin

গত বছরের আগস্ট মাসে রাশিয়া থেকে ইউক্রেনে পালিয়ে গিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন রুশ পাইলট মাক্সিম কুজমিনোভ। এই ঘটনার পাঁচ মাসের মাথায় স্পেনের একটি শহরে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তদন্তের সঙ্গে যুক্তরা। 

স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফই’র বরাত দিয়ে রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, স্পেনের পূর্বাঞ্চলীয় শহর ভিলাজয়োসা থেকে গত ১৩ই ফেব্রুয়ারি মাক্সিমের মরদেহ উদ্ধার করা হয়। তিনি রাশিয়া থেকে একটি সামরিক হেলিকপ্টার নিয়ে ইউক্রেনে পালিয়ে গিয়েছিলেন। ইউক্রেনের সামরিক বাহিনী তার এই পলায়নকে তাদের সফলতা বলে প্রচার করেছিল। মাক্সিমের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইউক্রেন। 

দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা জিইউআর-এর মুখপাত্র আন্দ্রেই ইউসোভ বলেন, আমরা নিশ্চিত করতে পারি যে মাক্সিমকে হত্যা করা হয়েছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। জানা গেছে, মাক্সিমকে হত্যায় একাধিক বার গুলি করা হয়েছিল। এরপর একটি গাড়িতে করে পালিয়ে যায় বন্দুকধারী। পরবর্তীতে ওই গাড়িটি পুড়িয়ে দেন তিনি এবং পালিয়ে যান। তার পরিচয় জানা যায়নি।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status