বিনোদন
আলাপন
ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম- তাহমিনা সুলতানা মৌ
মুজাহিদ সামিউল্লাহ
(৩ বছর আগে) ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার, ১১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:১৩ অপরাহ্ন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ। প্রতিদিনই কোনো না কোনো নতুন খন্ড কিংবা ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে গ্রামের উচ্ছল তরুণীর চরিত্রে তার সাবলীল অভিনয় দর্শকদের বিমোহিত করছে। এই অভিনেত্রী তার অভিনয় দিয়ে নিজস্ব একটি স্বতন্ত্র ইমেজ তৈরি করেছেন। বর্তমান ব্যস্ততা কী নিয়ে? তাহমিনা সুলতানা মৌ বলেন, আসন্ন ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকে কাজ করেছি। তার মধ্যে বিটিভির জন্য নির্মিত ধারাবাহিক বিদেশি ছেলে নাটক কাজ শুরু করলাম। নাটকটি রচনা করেছেন মীর সাব্বির প্রযোজনায় ইয়াসির আরাফাত। এছাড়া অনুরূপ আইচের গল্পে টেলিফিল্ম 'ভাই'র কাজ করলাম। সত্যি বলতে দীর্ঘদিন পর পারিবারিক গল্প নিয়ে নির্মিত এই নাটকের কাজ করতে গিয়ে ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম। এ নাটকের গল্প কী নিয়ে? এ অভিনেত্রী বলেন, পুরনো ঢাকায় একটি বোন একই পরিবারের সদস্যদের ভালোবাসা খুনসুটি আনন্দ-বেদনার কাব্য বলা যায় এই নাটকটিকে। আমি হলফ করে বলতে পারি এই নাটকটি যখন দর্শকরা দেখবেন চোখের পানি ধরে রাখতে পারবেন না। মনে হবে আপনি এই চরিত্রের একজন। মনে হবে আপনারই পরিবারের গল্প। এছাড়া আর কোনো কাজ করা হয়েছে কী? তাহমিনা সুলতানা মৌ বলেন, এর বাইরে ঈদের জন্য নির্মিত একটি একক নাটকে কাজ করলাম সম্প্রতি। নাটকটির নাম 'বোবা পাত্রী চাই'। রচনা করেছেন আহসান আলমগীর নির্দেশনায় রবিউল শিকদার। আরও একটি খুব মজার একটি গল্পের নাটকের কাজ করেছি। নাটকটার নাম 'রাজশাহীর রোমিও পুরান ঢাকার জুলি'। এই নাটকের রচনা ও নির্দেশনায় রয়েছেন আল হাজেন। আর আরটিভিতে ধারাবাহিক 'চিটার অ্যান্ড জেন্টলম্যান'
ও 'শান্তি মলম ১০ টাকা' প্রচারিত হচ্ছে।