বিনোদন
স্বরার খোলা চিঠি
বিনোদন ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার
২০২৩ সালের ১৬ই ফেব্রুয়ারি। সবাইকে চমকে দিয়ে সমাজকর্মী তথা রাজনীতিবিদ ফাহাদ আহমেদকে বিয়ে করেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তাদের বিয়ের এক বছর পূর্ণ হলো। তাতেই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিলেন অভিনেত্রী। লিখলেন খোলা চিঠি। তিনি লিখেন, ফাহাদ আর আমি তাড়াহুড়ো করেই বিয়ে করেছি, কিন্তু প্রায় তিন বছর ধরে বন্ধু ছিলাম। বুঝতেই পারিনি কখন প্রেমে পড়ে গিয়েছি, হয়তো আমরা এত আলাদা ছিলাম বলে। প্রথমত অবশ্যই, আমি হিন্দু আর ও মুসলিম। ফাহাদের থেকে আমি বয়সেও বড়। আমাদের চারপাশের পৃথিবীটাও আলাদা: আমি বড় শহরের মেয়ে ইংরেজি বলা পরিবারে বড় হওয়া আর ফাহাদ উত্তরপ্রদেশের ছোট্ট শহরের ছেলে হিন্দি ও উর্দু ভাষায় কথা বলা পরিবারে বড় হওয়া গবেষক, সমাজকর্মী, রাজনীতিবিদ। অভিনেত্রীর জানান, এত আলাদা হওয়া সত্ত্বেও স্বাধীনচেতা ভাবনা-চিন্তা তাদের একসঙ্গে নিয়ে আসে। বিয়ের আগে ফাহাদকে দেখে সবসময় স্বরার একটা নিশ্চিন্তের অনুভূতি হতো। ফাহাদেরও একই অনুভূতি ছিল। প্রায় এক মাসের ঘনিষ্ঠতার পর স্বরা ফাহাদকে তার ভবিষ্যতের পরিকল্পনা জানতে চেয়েছিলেন। অভিনেত্রীকে অবাক করে দিয়ে ফাহাদ বলেছিলেন, অভিনেত্রী যদি ২-৩ বছর অপেক্ষা করতে পারেন তাহলে তারা বিয়ে করতে পারেন। স্বরা লেখেন, আমি ওর অকপট কথা শুনে আর আত্মবিশ্বাস দেখে ছিটকে গিয়েছিলাম। আমরা আলোচনা করে নিশ্চিত হলাম। অদ্ভুতভাবে যে পরিবার নিয়ে চিন্তিত ছিলাম তারাও রাজি হয়ে যায়। স্পেশাল অ্যাক্টে বিয়ে করেছিলেন স্বরা-ফাহাদ। বিয়ের এক বছরের মধ্যেই ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন অভিনেত্রী। মেয়ের নাম রেখেছেন রাবিয়া।