বিনোদন
ডেট নেই রণবীরের
বিনোদন ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার
বিগ বাজেটের দুই ছবির দায়িত্ব কাঁধে। একটি ‘ডন-৩’ আর অন্যটি ‘শক্তিমান’। ২০২৫ পর্যন্ত এ দুটি ছবির কাজ নিয়েই ব্যস্ত থাকবেন তিনি। তাই তার ডেট ফাঁকা নেই, নতুন করে শিডিউলও দিচ্ছেন না। যদিও কোভিডকাল থেকেই অভিনেতার ফিল্মি ক্যারিয়ারে খানিক ভাটা পড়েছে। তার ‘৮৩’, ‘সার্কাস’, ‘জয়েশভাই জোয়ারদার’ সফলতা পায়নি। গত বছর অবশ্য ‘রকি অউর রানি’ ভালো আয় করেছে। হাল সময়ে বক্স অফিসে রণবীর ম্যাজিক ফিকে হলেও ২০২৫ অবধি টানটান ব্যস্ত শিডিউল রণবীরের।