বিনোদন
ফের মঞ্জুলিকা হচ্ছেন বিদ্যা
বিনোদন ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৪, বুধবারগা ছমছমে মহলে নূপুরের শব্দ। কানে ভেসে আসে মঞ্জুলিকার গানের কণ্ঠ। কখনো বা রাগি চোখে দুর্গাষ্টমীতে বদলা নেয়ার হুঙ্কার। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া’ ছবিতে মঞ্জুলিকা রূপে দারুণ সাড়া ফেলেছিলেন বিদ্যা বালান। ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে এবার বড় চমক দিতে চলেছেন পরিচালক অনীশ বাজমি। নতুন সিক্যুয়েলে বিদ্যা বালানের আলোচিত সেই মঞ্জুলিকা চরিত্রকে ফিরিয়ে আনা হচ্ছে।