বিনোদন
পার্টিতে মেজাজ হারালেন রিয়া
বিনোদন ডেস্ক
(৬ মাস আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৯:৫০ পূর্বাহ্ন
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর, রিয়া চক্রবর্তীর কপালে জুটেছিল কালপ্রিট তকমা। এমনকী, মাদককাণ্ডে জেলও জুটেছিল রিয়ার। তবে এসব এখন অতীত। সুশান্ত পর্বে ইতি টেনে রিয়া এখন ব্যস্ত ক্যারিয়ার নিয়ে। আর তাই তো জনপ্রিয়তা বজায় রাখতে নানা ফিল্মি পার্টিতে ঘুরে বেড়াচ্ছেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা। এবার সেই এক পার্টিতেই মেজাজ হারালেন অভিনেত্রী।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সোশাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ফটোশিকারিদের উপর মেজাজ দেখাচ্ছেন রিয়া চক্রবর্তী। ক্যামেরায় ছবি ক্লিক করতেই পাপারাজ্জিদের ধমক দিচ্ছেন রিয়া। সম্প্রতি নেহা ধুপিয়ার বাড়ির পার্টিতেই অংশ নিয়েছিলেন রিয়া। পার্টি শেষে নেহার বাড়ি থেকে বের হতেই রিয়াকে জেকে ধরেন পাপারাজ্জিরা। আর তখনই মেজাজ হারান অভিনেত্রী। চিত্র সাংবাদিকদের রিয়া বলে ওঠেন চিৎকার করবেন না! চুপচাপ ছবি তুলুন। আপনাদের চিৎকার যথেষ্ট বিরক্তিকর!