শিক্ষাঙ্গন
মিয়ানমারে সংঘাত
ঘুমধুম সীমান্তে এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তন
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের কারণে বান্দরবানে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। সীমান্তবর্তী ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ভেন্যু ছিল। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ওই ভেন্যুর পরিবর্তে ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাখা থেকে বিষয়টি জানানো হয়। এই কেন্দ্রে মোট এসএসসি অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৫০২ জন। ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে ১৫৯ জন। কারিগরি বোর্ডের শিক্ষার্থীর সংখ্যা ৩৯ জন। বাকিরা কক্সবাজারের বালুখালী ও কুতুপালংয়ের শিক্ষার্থী।
উল্লেখ্য, আগামী ১৫ই ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।