বিনোদন
ঈদুল ফিতরে ‘পটু’
স্টাফ রিপোর্টার
১১ ফেব্রুয়ারি ২০২৪, রবিবারঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘পটু’। ছবিটি মূল বিশেষত্ব হলো, এটি ঢাকাকেন্দ্রিক নয়। এর গল্প, শুটিং সবই রাজশাহীকে ঘিরে। এমনকি নির্মাতার বসবাসও সেখানে। ‘পটু’ নির্মাণ করেছেন আহম্মেদ হুমায়ুন। আর এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইভান সায়ের। এটি মুক্তি পেতে যাওয়া তার প্রথম সিনেমা।