বিনোদন
ভালোবাসা দিবসে জোভান-তটিনী
স্টাফ রিপোর্টার
১০ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নতুন নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তটিনী। নাটকটির নাম ‘একটাই তুমি’। নির্মাণ করেছেন মাশরিকুল আলম। চিত্রনাট্য করেছেন শুভ্র আহসান। এ নাটকে আয়ান চরিত্রে অভিনয় করেছেন জোভান। আয়ানের প্রেমিকা নীলা চরিত্রে অভিনয় করেছেন তটিনী। ভালোবাসা দিবস উপলক্ষে এসিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।