ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

আলাপন

সিনেমা একদমই করছি না তা নয়- রোজী সিদ্দিকী

মুজাহিদ সামিউল্লাহ

(১ বছর আগে) ২৯ জুন ২০২২, বুধবার, ৯:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫৬ পূর্বাহ্ন

mzamin

বিটিভির 'জন্মভূমি' নাটকে 'বিজলী' চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলেন সুঅভিনেত্রী রোজী সিদ্দিকী। মঞ্চ টেলিভিশন ও সিনেমা এই তিন মাধ্যমে তার অভিনয় দর্শকরা দারুণ পছন্দ করেন। বিশেষ করে চঞ্চল কিংবা আদুরে চরিত্রগুলোতে দারুণ অভিনয় করেন তিনি। আবার মঞ্চে তার একক নাটক 'পঞ্চনারীর আখ্যান' এ তার অভিনয় দেখে দর্শক অশ্রুসিক্তও হয়েছেন। ব্যক্তি জীবনে এই অভিনেত্রী ভীষণ আমুদে। সহকর্মীদের সঙ্গে হৈ হুল্লোড় করে আনন্দে মাতিয়ে রাখতে পছন্দ করেন শুটিং সেট। সব মিলিয়ে কেমন আছেন? এ অভিনেত্রী বলেন, বেশ ভালো আছি, সুস্থ আছি। আপনার এখনকার ব্যস্ততা কি নিয়ে?রোজীর উত্তর-আসন্ন ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকে কাজ করলাম। তবে এই মুহূর্তে তার বেশিরভাগেরই নাম মনে করতে পারছি না। তবে 'মানি ম্যান' নাটকে পুলিশ অফিসারের চরিত্রে দারুন একটা কাজ করলাম।

বিজ্ঞাপন
নির্মাতা সেতু আমিনের একটি  নাটকে কাজ করলাম। আগামী ২ জুলাই থেকে মিতুলের নির্দেশনায় একটি  নাটকের কাজ শুরু করব। সিনেমায় আপনার উপস্থিতি খুব বেশি দেখা যায় না। অথচ কাজী হায়াৎ এর মত বরেণ্য নির্মাতার হাত ধরে 'লাভ স্টোরি'  ছবিতে আপনার অভিষেক হয়েছিল। তারপর সিনেমায় দর্শকরা আপনাকে  সেভাবে আর দেখতে পায়নি। গুণী এই অভিনেত্রী বলেন, সিনেমা একদমই করছি না তা নয়। মাঝে মাঝে ভালো চরিত্র পেলে অভিনয় করছি সিনেমায়।

আসন্ন ঈদে আমার দুটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিগুলো হলো 'সাইকো' এবং 'পরান'। সিনেমার দর্শকরা দারুণ দুটি টি সিনেমা উপভোগ করবেন আশা রাখি।

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status