বিনোদন
অভিনেতা ওয়ালিউল রুমি মারা গেছেন
অনলাইন ডেস্ক
(৯ মাস আগে) ২২ এপ্রিল ২০২৪, সোমবার, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৯ পূর্বাহ্ন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওয়ালিউল হক রুমির মৃত্যুর তথ্য জানিয়েছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন ওয়ালিউল হক রুমি। প্রাথমিক চিকিৎসা করাতে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে দেশে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনেতা।
রুমি অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘ঢাকা টু বরিশাল’, ‘আমেরিকান সাহেব’, ‘জার্নি বাই বাস’, ‘বাকির নাম ফাঁকি’, ‘যমজ সিরিজ’, ‘কমেডি ৪২০’, ‘চৈতা পাগল’, ‘জীবনের অলিগলি’, ‘মেঘে ঢাকা শহর’ ইত্যাদি।
তিনি ‘জমজ’ নাটকে অভিনয় করে বেশ দর্শকপ্রিয়তা লাভ করেন। তার মৃত্যুতে শোবিজ পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতার প্রথম জানাজা সকাল ৯টায় শহীদবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এছাড়া বাদ আছর দ্বিতীয় জানাজা হবে তার গ্রামের বাড়ি বরগুনায়।
পাঠকের মতামত
ইন্নালিল্লাহি উয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার অতি প্রিয় একজন শিল্পী। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।
May Allah Bless him...
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
ইন্নাল্লিলাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন
Inna lillahi wa inna ilaihi raziun.
ইন্নাল্লিলাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
ইন্নাল্লিলাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন
ইন্নাল্লিলাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। Sad
অসাধারণ একজন অভিনেতা ছিলেন! ইন্নাল্লিলাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।