ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১১:৩২ পূর্বাহ্ন

mzamin

গত ২৩ এপ্রিল শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। শিল্পী সমিতির কজন এতে অংশ নেন। এতে আহত হন ১০ জন বিনোদন সাংবাদিক। এবার এদিনকে চলচ্চিত্রের ‘কালো দিবস’ হিসেবে ঘোষণা দিয়েছেন বিনোদন সাংবাদিকরা। বুধবার (২৪ এপ্রিল) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন তারা। 

এদিকে সাংবাদিকদের সঙ্গে এমন অপ্রীতিকর ঘটনায় ইতিমধ্যে দুজন সদস্যকে সাময়িক বহিষ্কার করেছে শিল্পী সমিতি। হামলার নেতৃত্ব দেয়া ও ঔদ্ধত্বপূর্ণ আচরণ করায় জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। বুধবার রাতে এফডিসিতে সাংবাদিকদের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। এ সময় শিল্পী সমিতির তরফে জানানো হয়, অভিনেতা শিবা শানু ও সুশান্তকে এক মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে ন্যক্কারজনক এই ঘটনার দিন ২৩ এপ্রিলকে ‘কালো দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন বিনোদন সাংবাদিকরা৷ প্রতিবছর এই তারিখে সাংবাদিকরা কোনো সিনেমার খবর প্রকাশ করবে না।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status