বিনোদন
বিয়ে প্রসঙ্গে যা বললেন জয়া
স্টাফ রিপোর্টার
২৪ এপ্রিল ২০২৪, বুধবারদুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ১৯৯৮ সালে বাংলাদেশি মডেল ফয়সালের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। ২০১১ সালে ইতি টানেন ১৩ বছরের সেই দাম্পত্য জীবনের। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে জয়া বলেন, পরিবার তো শুধু স্বামী-স্ত্রীকেই ঘিরে হয় না, পরিবারে আরও অনেকেই আছে। আমি খুব এনজয় করি। যদি কখনো মনে করি যে সিঙ্গেল থেকে ডাবল হওয়া দরকার আছে, তখনই হবো।
Mr. shakawat with out any proof you cant comment like that because you did not give any proof. if she is your sister then also you comment this way !!!!!!
সাখাওয়াত ভাই আপনার তীক্ষ্ম মেধার প্রসাংসা করতে হয়।
যে নিয়মিত ঘরে রান্না করে খাবার খায় তার উদ্দেশ্য থাকে নিয়মিত স্বাস্থসম্মত খাবার ঘরে রান্না করে খাওয়া। যার বাহিরে মানে হোটেলে খাওয়ার অভ্যাস সে খুঁজতে থাকে নিত্য নতুন হোটেল। সে চায় নিত্যনতুন মুকখরোচক খাবার তা স্বাস্থসম্মত হোক বা না হোক। ঠিক তেমনটি হয়েছে জয়ার, এখন ঘরের খাবের রুচি নেই, বাহিরের খাবারে অভ্যস্থ।