দেশ বিদেশ
ইমাম-মুয়াজ্জিনের সম্মানজনক ভাতার দাবি সংসদে
সংসদ রিপোর্টার
৭ ফেব্রুয়ারি ২০২৪, বুধবারদেশের সকল ইমাম-মুয়াজ্জিন ও খতিবের জন্য সম্মানজনক বেতন-ভাতার দাবি জানানো হয়েছে সংসদে। গতকাল জাতীয় সংসদে ৭১ বিধিতে ধর্মমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের কাছে মসজিদ একটি পবিত্র স্থান এবং ইমাম-মুয়াজ্জিন ও খতিবগণ অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার পাত্র। তারা শুধু জীবিকার তাগিদেই দায়িত্ব পালন করেন না, একে দ্বীন ইসলামের পবিত্র দায়িত্ব মনে করেন। বাংলাদেশের আলেমদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ দেশের প্রায় ৩ লক্ষাধিক মসজিদে ইমাম-মুয়াজ্জিন ও খতিবের মতো সম্মানজনক পেশার সঙ্গে সম্পৃক্ত। কিন্তু সরকারিভাবে তাদের কোনো সম্মানী বা বেতন না থাকায় স্থানীয়ভাবে সংগৃহীত সামান্য সম্মানী ও সুযোগ-সুবিধা নিয়ে তাদের জীবনধারণ করতে হচ্ছে। এতে তারা প্রতিনিয়ত অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সন্মুখীন হচ্ছেন। দেশে জীবনযাত্রার মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যাপক হারে বেড়েছে দ্রব্যমূল্য। জীবনযাত্রার ব্যয় বাড়লেও সরকারিভাবে তাদের জন্য কোনো বেতন-ভাতা ও সম্মানীর ব্যবস্থা নেই। স্থানীয়ভাবে প্রদানকৃত সম্মানীর পরিমাণও একেবারে সামান্য। তিনি আরও বলেন, এই দেশের বেশির ভাগ মসজিদ পরিচালনার জন্য কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় মসজিদসমূহ অনেক ক্ষেত্রেই পরিচালিত হচ্ছে পরিচালনা কমিটির খেয়াল-খুশিমতো। আমাদের দেশের বেশির ভাগ মসজিদ কমিটি মসজিদের অবকাঠামোগত উন্নয়নকে যতটা গুরুত্ব দেয়, ইমাম-মোয়াজ্জিমের বেতনের বিষয়ে ঠিক ততটাই উদাসীন। এমন বাস্তবতায় দেশের সকল ইমাম-মোয়াজ্জিম ও খতিবকে একটা সম্মানজনক সম্মানী প্রদানের সুব্যবস্থা গ্রহণের জন্য ধর্মবিষয়ক মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
পাঠকের মতামত
মাননীয় সংসদ সদস্যের দাবির সাথে সম্পূর্ন একমত পোষন করছি।