ঢাকা, ১৬ মে ২০২৫, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

দুর্গাপুরে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে যুবক নিহত আহত ১০

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
১৬ মে ২০২৫, শুক্রবার

রাজশাহীর দুর্গাপুরে বরেন্দ্রের ডিপ টিউবওয়েল নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসিবুর রহমান (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের বাবার নাম আবুল কাশেম। 
আহতদের মধ্যে আব্দুর রহিম (৫০), ফারুক হোসেন (৪০) নামের দুইজনের অবস্থা গুরুতর। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে রাখা হয়েছে। আহত অন্যরা হলেন- আব্দুল হান্নান (৪৫), ওয়াজেদ আলী (৫০), সুনু (৪২), রাহিম (৪০), দুলু (৪৫)। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লোকজন প্রতিপক্ষ রেজাউল হক ও শাহিনের বাড়ি ও দোকানে হামলা এবং লুটপাট করে বলে অভিযোগ ওঠে। পরে পুলিশ ও সেনা সদস্যেরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। সরজমিন দেখা যায়, রেজাউলের দোকান ঘরের সামনের অংশ ভেঙে ফেলা হয়েছে। দুপুরে আত্মীয়স্বজনরা হকের বাড়ি থেকে একটি গরু গাড়িতে করে নিয়ে যেতে দেখা গেছে। এ ছাড়া শাহিনের তালাবদ্ধ বাড়ির মেইন গেটে ভাঙাচোরা দেখা গেছে। তবে অভিযুক্তদের বাড়িতে কেউ না থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হোজা অনন্তকান্দি দক্ষিণপাড়া গ্রামের ডিপ টিউবওয়েল নিয়ে এখানকার বিএনপি’র দুই গ্রুপ রেজাউল হক ও আবুল কাশেম পক্ষের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। গত রমজান মাসে আবুল কাশেমের ছেলে নিহত হাসিবুর রহমান একটি ডিপ টিউবওয়েলে তালা ঝুঁলিয়ে দেন। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিস দরবার হয়েছে। তারপরও দুই পক্ষের প্রচণ্ড রেষারেষি চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার দুপুরে নিহত হাসিবুর তার ফুফাতো ভাই শফিকুল ইসলামের জমি মাপজোক করার সময় তিনি মাপের ফিতা টানছিলেন। এ সময় হাসিবুরের সঙ্গে মাপজোক নিয়ে অপর পক্ষ বিএনপি নেতা ওয়াজেদ আলীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরদিন বুধবার এসব ঘটনার রেশ ধরে প্রতিপক্ষ শাহিন ইসলামের সঙ্গে আবারো বিবাদে জড়িয়ে পড়েন হাসিবুরের পক্ষ। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে হাসিবুর বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষের লোকেরা রামদা দিয়ে কোপালে হাসিবুরের হাত ও শরীরে বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেয়া হলে তিনি সেখানে মারা যান। নিহতের বোন কুলসুমা খাতুন বলেন, আমাদের চোখের সামনে আমার ভাইকে তারা রামদা দিয়ে কোপালো। আমরা কিছুই করতে পারলাম না। 
গত রমজান মাস থেকে পানি সেচের ডিপ টিউবওয়েলকে কেন্দ্র করে আমার আব্বা কাশেম ও ভাই হাসিবুরের সঙ্গে তাদের বিরোধ চলছিল। মঙ্গলবার ফুফাতো ভাই শফিকুলের জমি মাপজোক করতে যেয়ে তাদের সঙ্গে আবার দ্বন্দ্ব বাধে। পরদিন প্রতিপক্ষ রেজাউল হকের লোকজন জামরুল ইসলাম জামু, ওয়াজেদ, ফরিদ উদ্দিন, বাবু হোসেন, শাহিনরা রামদা দিয়ে আমার ভাইকে কুপিয়ে হত্যা করে। জানতে চাইলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ দুরুল হোদা বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। পুলিশসহ সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিলেন। দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে একজন মারা গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status