দেশ বিদেশ
সাবেক মেয়র তাপসের ‘বিশেষ প্রতিনিধি’ গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
১৬ মে ২০২৫, শুক্রবারবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের মামলায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের প্রতিনিধি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে সিআইডি। গতকাল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এই তথ্য জানান।
তিনি বলেন, সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি বিশেষ দল আজ (গতকাল) ভোরে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার আসামি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাবেক মেয়র ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত। তিনি আরও বলেন, গত ৪ঠা আগস্ট ধানমণ্ডি ৩/১, লেকপাড়ে অবস্থিত একটি রেস্টুরেন্টের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবর্ষণের একটি ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন। পরবর্তীতে ধানমণ্ডি থানায় একটি হত্যা মামলা রুজু হয় যার তদন্তভার গ্রহণ করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ। তদন্তের ধারাবাহিকতায় বিভিন্ন সাক্ষ্য সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এস এম কামাল হায়দারের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়।