ঢাকা, ১৬ মে ২০২৫, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

সাবেক মন্ত্রী উবায়দুলসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
১৬ মে ২০২৫, শুক্রবার

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী ও তার স্ত্রী ফাহিমা খাতুন সহ ৬ জনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।  গতকাল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২টি পৃথক আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। নিষেধাজ্ঞা দেয়া অন্যরা হলেনÑ পানি উন্নয়ন বোর্ডের সাবেক চিফ ইঞ্জিনিয়ার আরিফ মোস্তফা, তার স্ত্রী তাহেরা মোস্তফা, মেয়ে সুবর্ণা মোস্তফা ও ছেলে তাইফ মোস্তফা। 
এদিন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থেকে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। অনুসন্ধানকালে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বর্তমানে ভিন্ন মামলায় জেলহাজতে অন্তরীণ রয়েছেন। তিনি জামিনে বের হয়ে দেশের বাইরে চলে যেতে পারেন। এ ছাড়া তার স্ত্রী ফাহিমা খাতুন যেকোনো সময় দেশের বাইরে চলে যেতে পারেন।  
অবেদনে বলা হয়, আরিফ মোস্তফা পানি উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত থাকাকালে কম দামের মেশিন বেশি দামে ক্রয় ও প্রি-ইন্সপেকশনের নামে বিদেশ ভ্রমণ করে অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ, বিভিন্ন প্রকল্পের দুর্নীতির অর্থ দিয়ে তার স্ত্রী মোসাম্মৎ তাহেরা মোস্তফার নামে খুলনার বিভিন্ন মৌজায় শত শত বিঘা জমি ক্রয় করেন। খুলনা শহরে একাধিক বাড়ি নির্মাণ, বিভিন্ন  কোম্পানিতে শত শত কোটি টাকা বিনিয়োগ করে শেয়ার ক্রয়, কোম্পানির মাধ্যমে নিজ অফিসসহ বিভিন্ন দপ্তরের টেন্ডারে অংশগ্রহণ করে অনৈতিক প্রভাব খাটিয়ে কাজ বাগিয়ে নিয়ে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে। আরিফ মোস্তফা খুলনা শহরে ছয়তলা বিশিষ্ট বাড়ি, গুলশান-২ ও ধানমণ্ডিতে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট ক্রয়, তার নিজ এলাকায় ৫০ বিঘা জমি ক্রয়, স্ত্রীর নামে খুলনায় ১০০ বিঘা জমি ক্রয়, স্ত্রী ও ভাই-বোনদের নামে বিভিন্ন ব্যাংকে সঞ্চয়পত্র ও এফডিআর ক্রয় এবং বিপুল পরিমাণ স্বর্ণ ক্রয়সহ তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। আরিফ মোস্তাফা অবৈধভাবে অর্জিত এসব সম্পত্তি হস্তান্তর করে সপরিবাবে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে গোপন সূত্রে জানা যায়। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বিধায় তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেয়া আবশ্যক। শুনানি শেষে বিচারক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।  
এর আগে গত বছরের ৩১শে অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।  
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status