বাংলারজমিন
বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় লিপ্তদের আইনের আওতায় এনে বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদ রিপোর্টার
২৭ জুন ২০২২, সোমবারযারা দেশে বিশৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি এবং ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার সেøাগানের মাধ্যমে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমনে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। গতকাল জাতীয় সংসদের অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে মন্ত্রী জানান, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে এই শক্তি নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ’৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার সেøাগানের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, এমনকি সেতু উদ্বোধনের অনুষ্ঠান বানচালের অপচেষ্টায় লিপ্ত। যারা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। একই প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান জানান, সরকার দেশের জনগণের জানমালের নিরাপত্তার বিধানসহ কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সরকারের আমলেই দেশের সকল বড় বড় প্রকল্প বাস্তবায়নসহ উন্নয়ন সাধিত হয়েছে। কিন্তু স্বাধীনতার বিপক্ষের অপশক্তি দেশের উন্নয়ন চায় না। তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঈর্ষান্বিত হয়ে সরকারকে বেকায়দায় ফেলতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
পাঠকের মতামত
That's very good idea but the law should be implemented for all the criminal not only for the opposition .....