বিশ্বজমিন
সুষ্ঠু হয়নি, নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিন: উইলিয়াম বি মাইলাম
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ১০ জানুয়ারি ২০২৪, বুধবার, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:০৮ অপরাহ্ন

বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দেশের নাগরিকদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাদের বেশির ভাগই নির্বাচনের দিন ঘরে থাকার অপশন বেছে নিয়েছেন। তবে এর উল্টো দাবি করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে মূল্যায়ন করতে গিয়ে এক বিবৃতিতে এ কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমানে রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম। বিবৃতিতে তিনি বলেছেন, ২৯শে ডিসেম্বর নির্বাচন নিয়ে আমরা যে উদ্বেগ প্রকাশ করেছিলাম তাই সত্য হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যরা বাংলাদেশে অনুষ্ঠিত ৭ই জানুয়ারির নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নয় বলে মূল্যায়ন করেছে। উইলিয়াম বি মাইলাম এই বিবৃতি দিয়েছেন ৯ই জানুয়ারি। এতে তিনি আরও বলেছেন, নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায় তা বাংলাদেশের চলমান রাজনৈতিক সঙ্কটের সমাধান করতে পারবে না। এ বিষয়টি মাথায় রেখে নির্দলীয় একটি সরকারের অধীনে নতুন নির্বাচন দেয়ার আহ্বান জানাই আমরা। একই সঙ্গে যেসব দেশ এই নির্বাচনকে ‘অবাধ নয়’ হিসেবে দেখে তাদেরকেও একই আহ্বান জানানোর অনুরোধ জানান তিনি। বলেন, এমন নির্বাচনের অনুপস্থিতিতে আমরা এসব সরকারগুলোর প্রতি আহ্বান জানাই এই শাসকগোষ্ঠীর ওপর কূটনৈতিক ও বস্তুগত সমর্থন বন্ধ করতে। উইলিয়াম বি মাইলাম আরও বলেন, আমাদের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি অব্যাহত সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ রাইট টু ফ্রিডম। যারা এই অধিকারকে লঙ্ঘন করে তাদেরকে জবাবদিহিতায় আনতে নিরপেক্ষ কণ্ঠস্বরকে একটি প্লাটফরম দিতে সমর্থন করবো।
পাঠকের মতামত
উইলিয়াম বি মাইলাম বাংলাদেশে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত। পুরো জীবন আমেরিকার স্বার্থের খাতিরে হেন কাজ নেই যাহা তিনি করেননি। অবসরপ্রাপ্তির পর তার শুভবুদ্ধির উদয় হয়েছে তিনি এখন রাইট টু ফ্রিডম নামক প্রতিষ্ঠান গড়ে গনতন্ত্রের সেবা করছেন।আর যখন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকার রক্তচক্ষুকে পরোয়া না করে একেরপর এক সিদ্ধান্ত নিচ্ছেন তখন থেকে মিষ্টার উইলিয়াম বি মাইলাম রাইট টু ফ্রিডমের মাধ্যমে একেরপর এক বিবৃতি দিয়ে যাচ্ছেন,তার জানার কথা আধুনিক কালে কোন দেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য কয়েক হাজার কোটি টাকার শ্রাদ্ধ করতে হয়, সেখানে বাংলাদেশের মতো একটি দেশে পুনরায় নির্বাচন করা কতবড় খরচ ও ঝক্কি ঝামেলার ব্যাপার তিনি অবশ্য ই বুজতে পারছেন। শুধুমাত্র লবিস্টদের উপহার গ্রহণ করে কেউর পক্ষে কেউর বিপক্ষে বিবৃতি দিলেই গনতন্ত্রের প্রকৃত সেবা সম্ভব হয়না।
আপনারা যা বলেন, তা কি আমাদের দেশের স্বার্থে বলেন না কি আপনাদের স্বার্থ রক্ষায় বলেন?
সহমত।
যে দেশে সেনাবাহিনী অফিসার, পুলিশ অফিসার, বিসিএস ক্যাডার যারা সবাই উচ্চ শিক্ষিত তারা অশিক্ষিতদের কথায় চলে, অন্যায়ের কাছে মাথা নত করে সে দেশে এসব চুরি বন্ধ হবে? এরা সুশিক্ষিত হতে পারেনি। হয়তো আমাদের শিক্ষা ব্যবস্থাই খারাপ।
মামার বাড়ির আবদার। - কবির।
এটাকে নির্বাচন বললে তো ভুল হবে।
আপনারা যা বলেন, তা কি আমাদের দেশের স্বার্থে বলেন না কি আপনাদের স্বার্থ রক্ষায় বলেন? গনতন্ত্র বাংলাদেশ এর জন্য উপযুক্ত কি? যে দেশের মানুষ ধর্মীয় অনুভূতির জন্য/ রাজনৈতিক দলের স্বার্থে প্রতিপক্ষকে হত্যা করতে পিছপা হয় না, তাদের জন্য গনতন্ত্র কি বয়ে আনবে?
এই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন ও বিয়ে ব্যতিত নারী -পুরুষের সহবাস একই কথা ।
@মানবজমিন পাঠকের মন্তব্যে লাইক, ডিসলাইক ও রিপ্লাই করার সুযোগ দিন প্লিজ!
যারা এই নির্বাচনকে ভালো বলে,বুঝতে হবে তারা লজ্জা নিয়ে এই দুনিয়াতে আসে নাই।
মাত্র ২% মানুষও যায়নি ভোটে। তারপরও তারা মাত্র ২% মানুষও যায়নি ভোটে। তারপরও তারা দখলের উদ্দেশ্যে তাকে টেনে টেনে ৪০% নিয়ে গেছে। দুর্বৃত্ত সরকারের বিরুদ্ধে স্পষ্ট সত্য কথাটি বলছেনযুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমানে রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম। নির্দলীয় একটি সরকারের অধীনে নতুন নির্বাচন দেয়ার আহ্বান আজো জনতার দাবী, বাংলাদেশের নির্যাতীত জনতার সাথে বাকী দুনিয়ার সহমর্মিতা অব্যাহত থাকুক।
তোমরা পশ্চিমারা সব সময় ঘর পোড়া ছাঁই এ আলু পোড়া দিয়ে খাওয়ার জন্য সুযোগ খুঁজ !
ধন্যবাদ বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারের পক্ষে সমর্থন দেওয়ার জন্য।
শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র কে কবর রচনা করেছে2008সালের থেকে।।।
আর এখন চিল্লাচিল্লি করে লাভ নেই। আগামী ৫ বছর ধৈর্য ধরুন।
এই বিবৃতিকে সাধুবাদ জানাই
এই সব মাথা মোটাদের কথা শুনলে হাসতে হাসতে পরাণ যায় ।
ধন্যবাদ বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারের পক্ষে সমর্থন দেওয়ার জন্য।
মিঃ উইলিয়াম বি মাইলাম বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পড়েন জানেনা বুঝি। বাঙ্গালি জাতি বীরের জাতি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, অতএব যে কোন শক্তির মোকাবিলার করার শক্তি রাখে।
বাংলাদেশের গোলাপ ফুলের বাগানে হুতুম পেঁচা বসেআচে ওই পেঁচা যথ দিন তাকবে তথ দিন বাংলাদেশের কপালে দুঃখ আছে
এমন নির্বাচন যারা করে আসতেছে আর নির্বাচন সংশ্লিষ্ট প্রত্যকের বিবেকবোধ আছে বলে মনে হয়না,নির্বাচনের মাধ্যমে বভিষ্যৎ প্রজম্যকে রাস্ট্রীয় ভাবে চুরি-ডাকাতির ট্রেডিং দেয়া হচ্ছে।
আমরা যারা রাজনীতিতে থেকে অনেক দূরে আছি, সামনের দডন গুলোতে তাদের জন্য ধেয়ে আসছে এক চরম অস্থিরতা, অশান্তি ও দূর্ভোগ। আমি মনে করি বর্তমান প্রধানমন্ত্রী, শেখ হাসিনা তার বয়সের এই শেষ লগ্নে এসে, তিনি একটি শান্তি পূর্ণ সমাধান বের করে দেশ ও জাতীকে বিপদের হাত থেকে রক্ষা করতে সচেষ্ট হবেন।
ঠিক কথা বলেছেন
ধন্যবাদ বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারের পক্ষে সমর্থন দেওয়ার জন্য।
আওয়ামী লীগকে যারা চিনতে পারেনি তারা চিনে নিক। আজ নব নির্বাচিত সংসদ সদস্যর শপথ নিয়েছেন। পাঁচ বছর পূর্ণ করা হবে। তারপর আবারো নির্বাচন করা হবে বিরোধী দল হবে আওয়ামী লীগের পক্ষ থেকে। বিএনপি নামের দলটিকে এরমধ্যে হত্যা করা হবে। কেউ কিছু করতে পারবেনা। শুধু হম্বিতম্বি অসার।
আমি দেখতে পাচ্ছি, বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগণে কালো মেঘ জমা হয়েছে। যদি মোকাবিলা করতে না পারেন সক্ষমভাবে, তবে এমন গাঢ় কালো অমাবশ্যার রাত আসতে পারে- যার সুবহে সাদিক হওয়া অসম্ভব। - আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)
উইলিয়াম বি মাইলাম বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি অব্যাহত সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ রাইট টু ফ্রিডম