ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

পাইকগাছায় ৬ বছর পর হচ্ছে বিএনপি’র সম্মেলন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
২৬ জুন ২০২২, রবিবার

দীর্ঘ ৬ বছর অপেক্ষার পর পাইকগাছা উপজেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বুধবার দুপুর ১২টায় পাইকগাছা প্রেস ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব মনিরুল ইসলাম বাপ্পি জানান, আগামী বুধবার দুপুর ১২টায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পদক অনিন্দ ইসলাম অমিত, সম্মেলন উদ্বোধন করবেন জেলা বিএনপি’র আহ্বায়ক আমির এজাজ খান। সম্মানিত অতিথি থাকবেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। ১০টি ইউনিয়নে ৭১ সদস্যবিশিষ্ট কমিটিতে মোট ৭১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে উপজেলা বিএনপি’র অনেক নেতা জানিয়েছেন, সম্মেলন আয়োজন করা হলেও নেতৃত্বে পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে। বিশেষ করে, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার জন্য আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক ছাড়া এখন পর্যন্ত আর কেউ আগ্রহ  দেখাননি। সে কারণে সম্মেলন নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তেমন উচ্ছ্বাস দেখা যাচ্ছে না। এদিকে নির্বাচন কমিশনার থেকে এ পর্যন্ত ৫টি পদে ৯টি নির্বাচনী ফরম তোলা হয়েছে বলে জানা গেছে। সভাপতি পদে চিকিৎসক আব্দুল মজিদ, সহ-সভাপতি পদে আসলাম পারভেজ, সম্পাদক পদে এস এম এনামুল হক ও শাহাদাৎ হোসেন ডাবলু, যুগ্ম সম্পাদক পদে তুষার কান্তি মণ্ডল, তারিক আহম্মদ ও মাসুদুজ্জামান মাসুদ সাংগঠনিক সম্পাদক পদে আবুল হোসেন ও সাজ্জাত আহম্মেদ মানিকের নাম শোনা যাচ্ছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন আইনজীবী শহিদুল আলম। প্রিজাইডিং কর্মকর্তা থাকবেন অধ্যাপক মনিরুল হক বাবুল। ভোটগ্রহণ দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। উপজেলা বিএনপি’র আহ্বায়ক চিকিৎসক আব্দুল মজিদ বলেন, ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষায়। জেলা বিএনপি’র আহ্বায়ক আমির ইজাজ খান বলেন  প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে আমরা প্রস্তুত। উল্লেখ্য গত ২০১৬ সালের ৮ই ফেব্রুয়ারি খুলনা জেলা কমিটি ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা দেয়। দীর্ঘ ৬ বছর পর সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি হতে যাচ্ছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status