ঢাকা, ৫ মার্চ ২০২৫, বুধবার, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ৪ রমজান ১৪৪৬ হিঃ

বিনোদন

প্রধানমন্ত্রীও আমাকে ভোট দিয়েছেন, বললেন ফেরদৌস

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ১১:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৩৩ অপরাহ্ন

mzamin

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। রোববার সকাল ৯টা ৪৬ মিনিটে রাজধানীর ভাসানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর ফেরদৌস বলেন, জয়ের ব্যাপারে আমি আশাবাদী। অভিনয়ে যেভাবে শতভাগ দিয়েছি দর্শকদের, সেভাবে চেষ্টা করবো সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতে। তিনি আরও বলেন, আমি নৌকার লোক, নৌকায় ভোট দিয়েছি। আমি খুব লাকি সকালে আমাকে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও উনার পরিবারদের সদস্যরা। দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। রাজধানীর ধানমন্ডি, হাজারীবাগসহ আশপাশের এলাকা নিয়ে এই আসন। ফেরদৌসের প্রতিদ্বন্দ্বী আছেন চারজন। তারা হলেন- ন্যাশনাল পিপলস পার্টির কে এম শামসুল আলম (আম), জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) শাহরিয়ার ইফতেখার (ছড়ি) এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. বাহারানে সুলতান বাহার (টেলিভিশন)।

পাঠকের মতামত

তোর তো লজ্জা হওয়া উচিৎ। তুই একটা আওয়ামী লীগ। তোর আর তার মধ্যে তফাৎটা কি? দেশের মানুষ নির্বাচনে নাই আর তুই ভালো মানুষ থেকে পঁচে গিয়ে হয়েছো আওয়ামী লীগ!!!

Monir Zaman
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ২:১৬ পূর্বাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status