বিনোদন
অস্কার জিতলেই চার নম্বর সন্তান!
বিনোদন ডেস্ক
(১ দিন আগে) ৪ মার্চ ২০২৫, মঙ্গলবার, ২:৪২ অপরাহ্ন

বাংলাদেশ সময় গতকাল সকালে লস অ্যাঞ্জেলসে ৯৭তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে অন্যরকম ঘটনা ঘটালেন জনপ্রিয় হলিউড অভিনেতা কেইরান কালকিন। চলতি বছর 'আ রিয়াল পেইন' ছবির জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। আর মঞ্চে অস্কার হাতে নিয়ে কথা বলতে দিতে গিয়েই তিনি যা বললেন, তাতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে হাসির রোল পড়ে গেল। তার একটি মন্তব্য বর্তমানে বিশ্বজুড়ে চর্চার শিরোনামে। এমি অ্যাওয়ার্ড জেতার পর স্ত্রী জ্যাজ চার্টনের সাথে তার একটি চুক্তি হয়েছিল। এরপরই অস্কারের মঞ্চে বোমা ফাটালেন সেরা সহ-অভিনেতার পুরস্কার বিজয়ী নায়ক। বললেন, জ্যাজের সঙ্গে আমার একটা চুক্তি হয়েছিল সন্তান নিয়ে। সেটাই বলব। দয়া করে মিউজিক চালিয়ে দেবেন না কেউ।
এক বছর আগে, আমি জ্যাজকে বলেছিলাম, আমার তৃতীয় সন্তান চাই। ও আমাকে শর্ত দিয়েছিল। বলেছিল, যদি আমি এমি পুরস্কার জিতে ফিরি, তাহলেই সন্তান নিয়ে আসবে। ও ভাবেনি আমি জিততে পারি। শো শেষের পর যখন পার্কিং লট দিয়ে যাচ্ছি তখন জ্যাজ আমাকে বলে, হে ভগবান, আমি তোমাকে কথাটা বললাম, মানে এবার আমায় তৃতীয় সন্তান নিয়ে আসতে হবে। আমি পাল্টা বলি, আমার চার নম্বর সন্তানও চাই। জ্যাজ আমাকে আবার শর্ত দেয় যে তুমি অস্কার জিতলেই আমি তোমাকে চতুর্থ সন্তান দেব। জনসমক্ষে একথা বলার পরই দর্শকাসনে বসে থাকা স্ত্রীর উদ্দেশে চুমু ছুড়ে কেইরান কালকিনের প্রশ্ন, তোমার মনে আছে তো প্রিয়তমা? অস্কার মঞ্চে দম্পতির এহেন দাম্পত্য খুনশুটি দেখে হেসে গড়ালেন দর্শকরা।