বিনোদন
সম্পর্কে ছন্দপতন
বিনোদন ডেস্ক
(১৪ ঘন্টা আগে) ৫ মার্চ ২০২৫, বুধবার, ৩:৪৬ অপরাহ্ন

সিনেপাড়ায় এই সম্পর্ক গড়ে তো এই ভাঙে। কখন যে কি ঘটে, তা টের পাওয়া কঠিন। তার মাঝে কিছু কিছু ঘটনা বাস্তবে ঘটে, আবার কিছু ঘটনা শুধুই রটে। শোনা যাচ্ছে, তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার প্রেম ভাঙছে। কয়েক সপ্তাহ আগেই নাকি ঘটেছে এই ঘটনা। নিজেদের সম্পর্ককে আর এগিয়ে নিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজয় এবং তামান্না। এখন থেকে নাকি তারা শুধুই ভালো বন্ধু। যদিও কিছু মাসে আগেও তাদের বিয়ে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এমনকি এটাও জানা গেছে, তারা যৌথ ভাবে প্রেম ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বন্ধুত্বে কোনও প্রভাব পড়বে না। যদিও নায়ক-নায়িকার তরফ থেকে মন্তব্য শোনা যায়নি। নিজেদের প্রেম নিয়ে কোন দিন তারা রাখঢাক করেননি। সরাসরি জানিয়েছেন, তারা ডেট করছেন।
এমনকি মাসখানেক আগেই শোনা গিয়েছিল, অভিনেত্রীর বাড়ি থেকে নাকি বিয়ের জন্য চাপ দিচ্ছে। তাই শীঘ্রই বিয়ের পরিকল্পনাও করে ফেলেছিলেন তারা। এত আলোচনার মাঝেই ছন্দপতন। এমনকি তারা একসঙ্গে বাড়ি নেবেন বলেও ঠিক করেছিলেন। বিয়ের পর সংসার পাতার জন্য নতুন বাড়ি খুঁজছিলেন তারা। কেমন ভাবে বিয়ে করবেন সেই সব কিছুই ছিল সাজানো। কোন ডেস্টিনেশন ওয়েডিং নয়। বরং, দেশের মধ্যে ছিমছাম বিয়ে করার প্ল্যান করেছিলেন তামান্না ও বিজয়।
গতবছর প্রকাশ্যেই অভিনেত্রী জানান, বিজয়ের সঙ্গে সুখে রয়েছেন তিনি। কাজের ক্ষেত্রেও একে অপরের পাশে থাকেন বলেও জানিয়েছিলেন। ‘লাস্ট স্টোরি ২’ ছবিতেও তামান্না-বিজয়ের উষ্ণ রসায়ন নিয়ে কম চর্চা হয়নি।