বিনোদন
‘টিকটকাররাও অভিনয়ে চলে আসছে’
স্টাফ রিপোর্টার
৩ মার্চ ২০২৫, সোমবার
ছোট পর্দার অভিনেত্রী নিশাত প্রিয়ম। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও খুব অল্প সময়ে নাটক ও ওটিটি মাধ্যমে জায়গা করে নেন তিনি। সম্প্রতি তিনি কথা বলেছেন ভিউ বাণিজ্য নিয়ে। অভিনেত্রী বলেন, মিডিয়াতে সব ধরনের কাজই হয়। সবাই সবার জায়গা থেকে চেষ্টা করে। তার মধ্য থেকে দেখা যায় কিছু হয়তো ভালো হয়। কিছু হয়তো কম। তো অবশ্যই ভালোর দিকেই যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে, এখন নাটকের ক্ষেত্রেও যারা ভালো কাজ করার চেষ্টা করছে তারা ধরে ধরে কাজ করছে। তবে ভিউ বাণিজ্যের কারণে দেখা যাচ্ছে আমাদের অনেক ভালো ভালো অভিনয় শিল্পীরা কাজের জায়গা থেকে সরে আসছে। যেটা আমাদের শোবিজ ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকাল টিকটকাররাও অভিনয়ে চলে আসছে। আমার কাছে মনে হয়, আসার আগে তাদের অভিনয়টা শিখে আসা উচিত। হয়তো টিকটকারদের ভালো ভিউয়ের কারণে তারা এই সুযোগ পাচ্ছেন। সেই সুযোগটা যদি তারা কাজে লাগাতে চান, তাহলে অবশ্যই অভিনয়টা তাদের শিখে আসা উচিত। কারণ ওদের ভিউয়ের কারণে অনেক ভালো ভালো অভিনয়শিল্পীরা এই জায়গাটা থেকে সরে যাচ্ছে।