খেলা
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডেথ’ গ্রুপে বাংলাদেশ!
স্পোর্টস রিপোর্টার
(১ বছর আগে) ৫ জানুয়ারি ২০২৪, শুক্রবার, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৪৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ম আসর। সংক্ষিপ্ত সংস্করণের বৈশ্বিক আসরে চারটি গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্ব খেলবে ২০ দল। এতে প্রথম রাউন্ডে ‘ডি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের অফিসিয়াল ড্র অনুষ্ঠিত না হলেও খবরটি জানিয়েছে দ্য টেলিগ্রাফ। বৃটিশ দৈনিকটির প্রতিবেদন অনুযায়ী, চারটি গ্রুপের মধ্যে সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছে টাইগাররা।
আগামী ৪ঠা জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। চলবে ৩০শে জুন পর্যন্ত। টেলিগ্রাফের দাবি, বিশ্বকাপের দলগুলোকে তাদের গ্রুপ জানিয়ে দেয়া হয়েছে। শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না হলে দ্রুতই এই গ্রুপিং আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে আইসিসি। টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। বৃটিশ গণমাধ্যমটি জানিয়েছে, একমাত্র গ্রুপ ডি’র ম্যাচগুলো হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ মিলিয়ে।
এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও গ্রুপপর্বে দেখা হচ্ছে ভারত ও পাকিস্তানের। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বাকি তিন প্রতিপক্ষ আয়ারল্যান্ড, কানাডা এবং স্বাগতিক যুক্তরাষ্ট্র।
গ্রুপ ‘বি’তে খেলবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। গ্রুপ ‘সি’তে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা এবং পাপুয়া নিউগিনি।
গত ওয়ানডে বিশ্বকাপে শীর্ষ আটের মধ্যে থেকে শেষ করা নেদারল্যান্ডস ‘ডি’ গ্রুপের চতুর্থ দল হিসেবে রয়েছে। বাকি তিনটি গ্রুপেই আছে একাধিক বাছাইপর্ব পেরিয়ে আসা দল। বোঝাই যাচ্ছে ‘ডি’ গ্রুপের লড়াইয়ে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে।
প্রথম রাউন্ডের প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল উঠবে সুপার এইটে। সেখানে আটটি দল খেলবে দুটি গ্রুপে ভাগ হয়ে।
পাঠকের মতামত
বাংলাদেশের জন্য সব গ্রুপই ডেথ গ্রুপ?