বাংলারজমিন
একদিনে শনাক্ত ১৬৮৫
স্টাফ রিপোর্টার
২৫ জুন ২০২২, শনিবারকরোনার সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৬৮৫ জনে। আগের দিন এই সংখ্যা ছিল ১ হাজার ৩১৯ জন। নতুন শনাক্তের মধ্যে রাজধানীতেই ১ হাজার ৫১১ জন। অর্থাৎ মোট শনাক্তের ৯০ শতাংশই রয়েছেন ঢাকা মহানগরীতে। একই সময়ে করোনায় মৃত্যু শূন্য। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১৩৫ জন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৬২ হাজার ২১৩ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ১৮ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৮৫ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৬ হাজার ৪১৭ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, দেশে ৮৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৫০টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৮৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪২ লাখ ৭২ হাজার ৮৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ১৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৬০০ জন এবং নারী ১০ হাজার ৫৩৫ জন। নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ১ হাজার ৫১১ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ১ হাজার ৫৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭১ জন, রাজশাহী বিভাগে ৮ জন, রংপুর বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৫ জন, বরিশাল বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী শনাক্ত হয়েছেন।