বিনোদন
সিলেট-সুনামগঞ্জের বন্যার্তদের পাশে মাহি ও তার টিম
স্টাফ রিপোর্টার
(৩ বছর আগে) ২৪ জুন ২০২২, শুক্রবার, ৪:৪৯ অপরাহ্ন

ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সিলেট অঞ্চলে। তাদের সহযোগিতায় এগিয়ে আসছেন নানা পেশার মানুষ। শোবিজও তার ব্যতিক্রম নয়। এবার বানভাসিদের পাশে দাড়ালেন চলতি প্রজন্মের মেধাবী অভিনেত্রী সামিরা খান মাহি। এরইমধ্যে মাহির টিম পৌছে গেছে দূর্গত এলাকায়। সুনামগঞ্জে চলছে ত্রান বিতরণ কার্যক্রম। এদিকে বুধবার দিবাগত রাত ১টার দিকে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে সবাইকে সহযোগিতার জন্য এগিয়ে আসতে অনুরোধ জানান মাহি। তিনি বলেন, আপনারা অনেকে বন্যার্তদের সহযোগিতার জন্য উদ্যোগ নিয়েছেন। আমিও সহযোগিতার উদ্দেশে ফেসবুকে কয়েকটি পোস্ট দিয়েছিলাম।

আমি শুটিংয়ে ব্যস্ত থাকায় চাইলেও সরাসরি এখন বন্যার্তদের সহযোগিতায় যেতে পারছি না। তবে আমার হয়ে, আমার পক্ষে একটি ছোট টিম কাজ করছে। তার জন্য আমরা নিজেরা কিছু ডোনেশনের ব্যবস্থা করেছি। চাইলে আপনারাও সেখানে অংশীদার হতে পারেন। মাহি বলেন, বন্যায় মানুষের দূরাবস্থা আসলে সহ্য করার মতো নয়। তাই শুরু থেকেই চাচ্ছিলাম তাদের জন্য কিছু করতে। কিন্তু শুটিংয়ে ঢাকার বাইরে থাকায় করতে পারিনি। তবে এবার যতটুকু পারছি করার চেষ্টা করছি। প্রথম ধাপের সহায়তা প্রদান করা হচ্ছে আজ। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।